ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

‘সঠিক পরিমাণে তেল চাই’, পাম্পে অবস্থান নিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৩২:১৯ অপরাহ্ন, সোমাবার, ১ অগাস্ট ২০২২
  • / 268
পুরো দাম নিয়েও পরিমাণে কম অকটেন দেয়ার অভিযোগে রাজধানীর একটি তেলের পাম্পে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন মো. ইশতিয়াক নামের এক তরুণ।

সোমবার সাকল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। ওই তরুণ ইস্টার্ন ব্যাংকে চাকরি করেন।

জানা গেছে, দক্ষিণ কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশনে সকালে বাইকের তেল নিতে যান মো. ইশতিয়াক পাম্প থেকে ৫০০ টাকার ভাউচার দেয়া হলেও ওই পরিমাণ তেল তাকে দেয়া হয়নি বলে ইশতিয়াকের অভিযোগ। তিনি মোটরসাইকেল থেকে তেল বের করে মাপার কথা বললেও পাম্প কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।

এর প্রতিবাদে তিনি একটি সাদা কাগজে ‘সঠিক পরিমাণে তেল চাই’ লিখে ওই পাম্পের সামনে অবস্থান নেন।

এদিকে এই ঘটনার খবর পেয়ে দারুস সালাম থানা পুলিশের একটি দলকে সেখানে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি তোফায়েল আহমেদ।

এ প্রসঙ্গে ইশতিয়াক গণমাধ্যমকে বলেন, আমি ৫০০ টাকার তেল চাইলে যে পরিমাণ দিয়েছে, তা আমার কাছে ৩০০ টাকার মনে হয়েছে।

ইশতিয়াক জানান, তাকে ঠাকানো হয়েছে এবং এভাবে অনেককেই ঠকানো হয়।

তিনি বলেন, আমি তাদের কাছে বললাম, আমার ৫০০ টাকার তেল বুঝিয়ে দেন। তখন তারা গাড়িতে আরও তেল ঢুকাতে চাইল। বলতে শুরু করল ভুল হয়েছে।

ইশতিয়াকের ভাষ্য, এটা ওই কর্মচারীদের ভুল নয়, ‘ইচ্ছাকৃতভাবে’তারা এমন করেছে এবং এভাবে অনেককে ঠকানো হয় বলে তার সন্দেহ। যেহেতু সবাই প্রতারিত হচ্ছে। তাই আমি প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছি।পুলিশ আসার পর কর্তৃপক্ষ আমার কাছে বারবার ক্ষমা চাইছে।

তবে থানায় কোনো অভিযোগ করবেন না জানিয়ে ইশতিয়াক বলেন, এভাবেই তিনি প্রতিবাদ জানিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে চান। ইশতিয়াকের অভিযোগের বিষয়ে কথা বলতে সোহরাব সার্ভিস স্টেশনের নম্বরে বারবার ফোন করা হলেও কেউ ধরেননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘সঠিক পরিমাণে তেল চাই’, পাম্পে অবস্থান নিয়ে প্রতিবাদ

আপডেট : ০৭:৩২:১৯ অপরাহ্ন, সোমাবার, ১ অগাস্ট ২০২২
পুরো দাম নিয়েও পরিমাণে কম অকটেন দেয়ার অভিযোগে রাজধানীর একটি তেলের পাম্পে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন মো. ইশতিয়াক নামের এক তরুণ।

সোমবার সাকল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। ওই তরুণ ইস্টার্ন ব্যাংকে চাকরি করেন।

জানা গেছে, দক্ষিণ কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশনে সকালে বাইকের তেল নিতে যান মো. ইশতিয়াক পাম্প থেকে ৫০০ টাকার ভাউচার দেয়া হলেও ওই পরিমাণ তেল তাকে দেয়া হয়নি বলে ইশতিয়াকের অভিযোগ। তিনি মোটরসাইকেল থেকে তেল বের করে মাপার কথা বললেও পাম্প কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।

এর প্রতিবাদে তিনি একটি সাদা কাগজে ‘সঠিক পরিমাণে তেল চাই’ লিখে ওই পাম্পের সামনে অবস্থান নেন।

এদিকে এই ঘটনার খবর পেয়ে দারুস সালাম থানা পুলিশের একটি দলকে সেখানে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি তোফায়েল আহমেদ।

এ প্রসঙ্গে ইশতিয়াক গণমাধ্যমকে বলেন, আমি ৫০০ টাকার তেল চাইলে যে পরিমাণ দিয়েছে, তা আমার কাছে ৩০০ টাকার মনে হয়েছে।

ইশতিয়াক জানান, তাকে ঠাকানো হয়েছে এবং এভাবে অনেককেই ঠকানো হয়।

তিনি বলেন, আমি তাদের কাছে বললাম, আমার ৫০০ টাকার তেল বুঝিয়ে দেন। তখন তারা গাড়িতে আরও তেল ঢুকাতে চাইল। বলতে শুরু করল ভুল হয়েছে।

ইশতিয়াকের ভাষ্য, এটা ওই কর্মচারীদের ভুল নয়, ‘ইচ্ছাকৃতভাবে’তারা এমন করেছে এবং এভাবে অনেককে ঠকানো হয় বলে তার সন্দেহ। যেহেতু সবাই প্রতারিত হচ্ছে। তাই আমি প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছি।পুলিশ আসার পর কর্তৃপক্ষ আমার কাছে বারবার ক্ষমা চাইছে।

তবে থানায় কোনো অভিযোগ করবেন না জানিয়ে ইশতিয়াক বলেন, এভাবেই তিনি প্রতিবাদ জানিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে চান। ইশতিয়াকের অভিযোগের বিষয়ে কথা বলতে সোহরাব সার্ভিস স্টেশনের নম্বরে বারবার ফোন করা হলেও কেউ ধরেননি।