ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় ৯৩৫৩ হেক্টর জমিতে বীজতলা তৈরী করেছেন কৃষকরা

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট : ০৪:৫০:০৪ অপরাহ্ন, সোমাবার, ৮ অগাস্ট ২০২২
  • / 291

চলতি খরিপ-২/২০২২- ২৩ মওুমের রোপা আমন ধান চাষের লক্ষ্যে মোট ৯ হাজার ৩শ ৫৩ হেক্টর জমিতে বীজতলা তৈরী করেছেন কৃষকরা। মোট ১ লাখ ৯৭ হাজার ১১০ হেক্টর জমিতে আমনচাষের বিপরীতে কৃষকরা এই বীজতলা তৈরী করেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ- পরিচালক জানিয়েছেন কৃষকরা এ মওসুমে ৮ হাজার ৭শ ৫৫ হেক্টর জমিতে উন্নতফলনশীল উফশী জাতের, ৫২৫ হেক্টর স্থানীয় জাতের ও ৭৩ হেক্টর জমিতে হাইব্রীড জাতের বীজতলা তৈরী করেছেন।

সূত্রমতে উপজেলাভিত্তিক বীজতলার পরিমাণ হচ্ছে সদর উপজেলায় হাইব্রীড ৩০ হেক্টর, উফশী ৪৩০ হেক্টর ও স্থানীয় জাতের ১৫ হেক্টরসহ মোট ৪৭৫ হেক্টর।

রানীনগর উপজেলায় হাইব্রীড জাতের ৫ হেক্টর, উফশী জাতের ৯৫৫ হেক্টরসহ মোট ৯৬০ হেক্টর। আত্রাই উপজেলায় হাইব্রীড ৩ হেক্টর, উফশী জাতের ২৮৫ হেক্টর, স্থানীয় ৫৫ হেকটরসহ মোট ৩৪৩ হেক্টর। বদলগাছী উপজেলায় উফশী জাতের ৭০০ হেক্টর ও স্থানীয় জাতের ১০০ হেক্টরসহ মোট ৮০০ হেক্টর।

মহাদেবপুর উপজেলায় হাইব্রীড ১০ হেক্টর ও উফশী জাতের ৯৫০ হেক্টরসহ মোট ৯৬০ হেক্টর। পত্নীতলা উপজেলায় উফশী জাতের ১২৩০ হেক্টর ও স্থানীয় জাতের ২৫০ হেক্টরসহ মোট ১৪৮০ হেক্টর। ধামইরহাট উপজেলায় হাইব্রীড জাতের ২২ হেক্টর, উফশী জাতের ৯৭০ হেক্টর ও স্থানীয় জাতের ২০ হেক্টরসহ মোট ১০১২ হেক্টর। সাপাহার উপজেলায় কেবল উফশী জাতের ৪৩০ হেক্টর।

পোরশা উপজেলায় কেবল উফশী জাতের ৬৫০ হেক্টর। মান্দা উপজেলায় হাইব্রীড জাতের ১ হেক্টর ও উফশী জাতের ৮১০ হেক্টরসহ মোট ৮১১ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় হাঈব্রীড জাতের ২ হেক্টর, উফশী জাতের ১৩৪৫ হেক্টল ও স্থানীয় জাতের ৮৫ হেক্টরসহ মোট ১৪৩২ হেক্টর।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় ৯৩৫৩ হেক্টর জমিতে বীজতলা তৈরী করেছেন কৃষকরা

আপডেট : ০৪:৫০:০৪ অপরাহ্ন, সোমাবার, ৮ অগাস্ট ২০২২

চলতি খরিপ-২/২০২২- ২৩ মওুমের রোপা আমন ধান চাষের লক্ষ্যে মোট ৯ হাজার ৩শ ৫৩ হেক্টর জমিতে বীজতলা তৈরী করেছেন কৃষকরা। মোট ১ লাখ ৯৭ হাজার ১১০ হেক্টর জমিতে আমনচাষের বিপরীতে কৃষকরা এই বীজতলা তৈরী করেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ- পরিচালক জানিয়েছেন কৃষকরা এ মওসুমে ৮ হাজার ৭শ ৫৫ হেক্টর জমিতে উন্নতফলনশীল উফশী জাতের, ৫২৫ হেক্টর স্থানীয় জাতের ও ৭৩ হেক্টর জমিতে হাইব্রীড জাতের বীজতলা তৈরী করেছেন।

সূত্রমতে উপজেলাভিত্তিক বীজতলার পরিমাণ হচ্ছে সদর উপজেলায় হাইব্রীড ৩০ হেক্টর, উফশী ৪৩০ হেক্টর ও স্থানীয় জাতের ১৫ হেক্টরসহ মোট ৪৭৫ হেক্টর।

রানীনগর উপজেলায় হাইব্রীড জাতের ৫ হেক্টর, উফশী জাতের ৯৫৫ হেক্টরসহ মোট ৯৬০ হেক্টর। আত্রাই উপজেলায় হাইব্রীড ৩ হেক্টর, উফশী জাতের ২৮৫ হেক্টর, স্থানীয় ৫৫ হেকটরসহ মোট ৩৪৩ হেক্টর। বদলগাছী উপজেলায় উফশী জাতের ৭০০ হেক্টর ও স্থানীয় জাতের ১০০ হেক্টরসহ মোট ৮০০ হেক্টর।

মহাদেবপুর উপজেলায় হাইব্রীড ১০ হেক্টর ও উফশী জাতের ৯৫০ হেক্টরসহ মোট ৯৬০ হেক্টর। পত্নীতলা উপজেলায় উফশী জাতের ১২৩০ হেক্টর ও স্থানীয় জাতের ২৫০ হেক্টরসহ মোট ১৪৮০ হেক্টর। ধামইরহাট উপজেলায় হাইব্রীড জাতের ২২ হেক্টর, উফশী জাতের ৯৭০ হেক্টর ও স্থানীয় জাতের ২০ হেক্টরসহ মোট ১০১২ হেক্টর। সাপাহার উপজেলায় কেবল উফশী জাতের ৪৩০ হেক্টর।

পোরশা উপজেলায় কেবল উফশী জাতের ৬৫০ হেক্টর। মান্দা উপজেলায় হাইব্রীড জাতের ১ হেক্টর ও উফশী জাতের ৮১০ হেক্টরসহ মোট ৮১১ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় হাঈব্রীড জাতের ২ হেক্টর, উফশী জাতের ১৩৪৫ হেক্টল ও স্থানীয় জাতের ৮৫ হেক্টরসহ মোট ১৪৩২ হেক্টর।