করোনার টিকা নিয়ে অসুস্থ হওয়া সেই শ্রমিকরা সুস্থ হয়েছেন

প্রতিনিধির নাম
  • আপডেট : ০৬:৪৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • / 175
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া কম্পোজিট কারখানার শ্রমিকরা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে সকাল ১০টার দিকে গাজীপুরের মৌচাক এলাকায় সাদমা গ্রুপের নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকদের সিনোফার্মার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়। ঘণ্টাখানেক পর থেকে টিকা নেয়া কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে আরও অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানাটিতে টিকা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

অসুস্থ হওয়া শ্রমিকদের কারখানার নিজস্ব পরিবহনে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হয়।

এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন ডা. খাইরুজ্জামান জানান, টিকা নেয়ার পর শ্রমিকরা সাইকোজেনিক বা মনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন। যার ফলে তারা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছেন। ভয়ের কিছু নেই। তারা চিকিৎসা নিচ্ছেন। দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমরা আবারও টিকা কার্যক্রম শুরু করবো।

সাদমা গ্রুপের পরিচালক মোহাম্মদ সোহেল রানা জানান, টিকা দেয়ার কিছুক্ষণ পর থেকে শ্রমিকেরা অসুস্থ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাসায় পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনার টিকা নিয়ে অসুস্থ হওয়া সেই শ্রমিকরা সুস্থ হয়েছেন

আপডেট : ০৬:৪৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া কম্পোজিট কারখানার শ্রমিকরা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে সকাল ১০টার দিকে গাজীপুরের মৌচাক এলাকায় সাদমা গ্রুপের নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকদের সিনোফার্মার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়। ঘণ্টাখানেক পর থেকে টিকা নেয়া কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে আরও অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানাটিতে টিকা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

অসুস্থ হওয়া শ্রমিকদের কারখানার নিজস্ব পরিবহনে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হয়।

এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন ডা. খাইরুজ্জামান জানান, টিকা নেয়ার পর শ্রমিকরা সাইকোজেনিক বা মনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন। যার ফলে তারা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছেন। ভয়ের কিছু নেই। তারা চিকিৎসা নিচ্ছেন। দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমরা আবারও টিকা কার্যক্রম শুরু করবো।

সাদমা গ্রুপের পরিচালক মোহাম্মদ সোহেল রানা জানান, টিকা দেয়ার কিছুক্ষণ পর থেকে শ্রমিকেরা অসুস্থ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাসায় পাঠানো হয়েছে।