ছেলেকে নিয়ে বাড়ি ফিরে ছবি পোস্ট নুসরাতের
প্রতিনিধির নাম
- আপডেট : ১২:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / 164
সোমবার হাসপাতাল থেকে ছেলে ঈশানকে নিয়ে বাড়ি ফিরেছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। বাড়ি ফিরেই এক দিনের মাথায় অর্থাৎ মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করলেন নুসরত। মা হওয়ার পর এই প্রথম নিজের ছবি দিলেন সাংসদ-তারকা।
খোলা চুল, সাদা হাতাকাটা জামায় দেখা যাচ্ছে নুসরাতকে। ক্যামেরার দিকে চোখ নেই তার। ইচ্ছে করেই যেন লেন্সের দিকে তাকাতে চাইছেন না তিনি। সম্ভবত পুরনো একটি ফটোশুটের ছবি দিয়েছেন নুসরাত। সঙ্গে লিখেছেন, ‘পর্দার পিছনের দৃশ্য।’
গত সোমবার পার্ক স্ট্রিটের হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছেন নুসরাত। সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় যশের কোলেই ছিল নবজাতক। গাড়িতে উঠে তাকে নুসরাতের কোলে দিয়ে স্টিয়ারিং ধরেন যশ। রওনা দেন বাড়ির উদ্দেশে। ছেলেকে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নুসরাত। তার সঙ্গী হলেন যশ।