কুমিল্লা উপনির্বাচন ৭ অক্টোবর, ২০ সেপ্টেম্বর ইউপি
- আপডেট : ১২:২১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / 139
কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া স্থগিত হওয়া ১৬১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ সেপ্টেম্বর।
বৃহস্পতিবার সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান।
তিনি বলেন, `স্থগিত ১৭৬টি ইউপির মধ্যে আগামী ২০ সেপ্টেম্বর ১৬১টিতে ভোট অনুষ্ঠিত হবে। এছাড়া চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুজনিত কারণে পাঁচটি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়। এগুলোতে অন্য কোনও ধাপের নির্বাচনের সময় অনুষ্ঠিত হবে।
ইসি সচিব জানান, ২০ সেপ্টেম্বর স্থগিত ৯টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিল ১৩ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাই ১৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর আর ভোট গ্রহণ আগামী ৭ অক্টোবর।