মৃত্যুর মিছিলে আরও ৮৮ জন
- আপডেট : ১২:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / 134
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৩ হাজার ৫৯৬ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ২৫টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৯ লাখ ৯১ হাজার ৬৬৪টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭ হাজার ১১৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৬২ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৩৭ হাজার ৮৮৫ জন।
নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ২০৪৮, ময়মনসিংহে ১৪১, চট্টগ্রামে ৫৬১, রাজশাহীতে ১৩২, রংপুরে ১৬৪, খুলনায় ১৯৩, বরিশালে ৮৮, সিলেটে ১০৯ জন রয়েছেন।
এছাড়া মৃত্যু ৮৮ জনের মধ্যে ৫৪ জন পুরুষ এবং ৩৪ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ৩০, খুলনায় ৭, চট্টগ্রামে ২৭, রাজশাহীতে ৫, বরিশালে ৩, সিলেটে ১০, রংপুরে ৩ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়ার মধ্যে পুরুষ ১৭ হাজার ৮৪ এবং নারী ৯ হাজার ২৭৮ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪৯ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৮, ৪১ থেকে ৫০ বছরের ১০, ৩১ থেকে ৪০ বছরের ৮ এবং ২১ থেকে ৩০ বছরের ৩ জন রয়েছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।