১৮ বছরের কম বয়সীদের আপাতত টিকা নয়
প্রতিনিধির নাম
- আপডেট : ০১:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / 126
করোনাভাইরাসের টিকা প্রয়োগে ১৮ বছরের কম বয়সীদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক।
রোববার দুপুরে করোনা (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।
শামসুল হক বলেন, ১৮ বছরের কম বয়সীদের টিকা কার্যক্রম নিয়ে কোনো পরিকল্পনা এ মুহূর্তে আমাদের জানা নেই। এটা নিয়ে সরকার যেহেতু চিন্তা করছে, ভবিষ্যতে যদি কোনো পরিকল্পনা আসে সেটা জানাতে পারবো।
টিকাদান কেন্দ্রের সংখ্যা বৃদ্ধির চেষ্টা হচ্ছে জানিয়ে তিনি বলেন, টিকার জন্য এখন পর্যন্ত ৩ কোটি ৮৪ লাখ মানুষ রেজিস্ট্রেশন করেছেন। তার মধ্যে ১ কোটি ৯৩ লাখ মানুষ এখনো টিকা পাননি। তাদের দ্রুত টিকা দেওয়ার জন্য টিকাদান কেন্দ্রের সংখ্যা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।
এর আগে শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ১২ বছরের বেশি, তবে ১৮ বছরের কম বয়সীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে।