করোনা আক্রান্ত হননি, সুস্থ আছেন পুতিন

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • / 141

Russian President Vladimir Putin congratulates servicemen and veterans at the Special Operations Forces Day at Novo-Ogaryovo residence, outside Moscow, Russia Russia February 27, 2021. Sputnik/Alexei Druzhinin/Kremlin via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY.

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনা আক্রান্ত হননি এবং সুস্থ অবস্থায় আছেন। মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, পুতিন ‘পুরোপুরি সুস্থ’ আছেন। তার করোনা টেস্ট করানোর জন্য নমুনা দেয়া হয়েছে। তবে ফলাফল এখনো আসেনি।

সম্প্রতি পুতিনের ঘনিষ্ট লোকজনের মধ্যে করোনা ধরা পড়ে। এতে তার করোনা আক্রান্ত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়। এ প্রেক্ষাপটে গণমাধ্যমে তাকে নিয়ে নানা খবর বের হতে থাকে।

আগামী সপ্তাহে তাজিকিস্তানের রাজধানীতে একটি আঞ্চলিক সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে পুতিনের। তবে তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রাখমন জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন স্বশরীরে ওই সম্মেলনে অংশ নিতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনা আক্রান্ত হননি, সুস্থ আছেন পুতিন

আপডেট : ০১:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনা আক্রান্ত হননি এবং সুস্থ অবস্থায় আছেন। মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, পুতিন ‘পুরোপুরি সুস্থ’ আছেন। তার করোনা টেস্ট করানোর জন্য নমুনা দেয়া হয়েছে। তবে ফলাফল এখনো আসেনি।

সম্প্রতি পুতিনের ঘনিষ্ট লোকজনের মধ্যে করোনা ধরা পড়ে। এতে তার করোনা আক্রান্ত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়। এ প্রেক্ষাপটে গণমাধ্যমে তাকে নিয়ে নানা খবর বের হতে থাকে।

আগামী সপ্তাহে তাজিকিস্তানের রাজধানীতে একটি আঞ্চলিক সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে পুতিনের। তবে তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রাখমন জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন স্বশরীরে ওই সম্মেলনে অংশ নিতে পারবেন না।