ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সংসদেও চাকরির বয়স ৩২ করার দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:১৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • / 206
দীর্ঘদিন ধরে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর করার দাবি জানিয়ে আসছে চাকরিপ্রত্যাশীরা। দাবি বাস্তবায়ন না হলে লাগাতার আন্দোলনের হুমকিও দিয়েছিলেন তারা। বিশেষ করে করোনায় প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং সরকারি অনেক কার্যক্রম বন্ধ থাকায় সরকারি চাকরি নিয়োগও তেমন একটা হয়নি। এমন অবস্থায় চাকরিপ্রত্যাশীরা সাথে তাল মিলিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও স্থায়ীভাবে বয়সসীমা ৩২ বছর করার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ দাবি করেন তিনি।

জিএম কাদের বলেন, করোনার কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কাজকর্ম বন্ধ ছিল। এখন মাত্র এক বছরের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে এককালীন ২২ মাস ছাড় দেওয়া হয়েছে। মানে শুধু এ বছরের জন্য। তাও বিসিএস ক্যাডারকে বাদ দিয়ে।

তিনি আরও বলেন, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রাখার পর শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক খুলে দেওয়া হয়েছে এবং করোনা বেড়ে গেলে যেকোনো সময়ে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রণালয় থেকে জানানো হয়। শেষ পর্যন্ত হয়তো ২ বছর পর্যন্ত শিক্ষাজীবন ঝরে যাবে। তাহলে প্রশ্ন আসে, যারা পাস করে বেরোনোর পর ৫ বছর সময় পায় চাকরি করার জন্য। কিন্তু ২ বছর যদি চলে যায়। আর এখন শিক্ষা ব্যবস্থা বন্ধ করতে হয় তাদের পাস করতে করতেই ৩০ বছর চলে যাবে।

জিএম কাদের বলেন, এই মানুষগুলোকে যাতে আমরা একটা সুযোগ সুবিধা দিতে পারি, এজন্য আমি সবার জন্যই চাকরির বয়স ৩২ করার দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংসদেও চাকরির বয়স ৩২ করার দাবি

আপডেট : ০২:১৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
দীর্ঘদিন ধরে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর করার দাবি জানিয়ে আসছে চাকরিপ্রত্যাশীরা। দাবি বাস্তবায়ন না হলে লাগাতার আন্দোলনের হুমকিও দিয়েছিলেন তারা। বিশেষ করে করোনায় প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং সরকারি অনেক কার্যক্রম বন্ধ থাকায় সরকারি চাকরি নিয়োগও তেমন একটা হয়নি। এমন অবস্থায় চাকরিপ্রত্যাশীরা সাথে তাল মিলিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও স্থায়ীভাবে বয়সসীমা ৩২ বছর করার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ দাবি করেন তিনি।

জিএম কাদের বলেন, করোনার কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কাজকর্ম বন্ধ ছিল। এখন মাত্র এক বছরের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে এককালীন ২২ মাস ছাড় দেওয়া হয়েছে। মানে শুধু এ বছরের জন্য। তাও বিসিএস ক্যাডারকে বাদ দিয়ে।

তিনি আরও বলেন, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রাখার পর শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক খুলে দেওয়া হয়েছে এবং করোনা বেড়ে গেলে যেকোনো সময়ে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রণালয় থেকে জানানো হয়। শেষ পর্যন্ত হয়তো ২ বছর পর্যন্ত শিক্ষাজীবন ঝরে যাবে। তাহলে প্রশ্ন আসে, যারা পাস করে বেরোনোর পর ৫ বছর সময় পায় চাকরি করার জন্য। কিন্তু ২ বছর যদি চলে যায়। আর এখন শিক্ষা ব্যবস্থা বন্ধ করতে হয় তাদের পাস করতে করতেই ৩০ বছর চলে যাবে।

জিএম কাদের বলেন, এই মানুষগুলোকে যাতে আমরা একটা সুযোগ সুবিধা দিতে পারি, এজন্য আমি সবার জন্যই চাকরির বয়স ৩২ করার দাবি জানাচ্ছি।