নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়া গেলেন সিইসি

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • / 157
সাতদিনের সফরে রাশিয়া গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এসময় দেশটির জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন তিনি। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৩ নম্বর ফ্লাইটে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়েন সিইসি। নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা এ তথ্য জানান।

নির্বাচন কমিশন থেকে জানা যায়, ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাশিয়ায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন সিইসি। এরপর অন্যান্য কাজ সেরে দেশে ফিরবেন। গত ১৯ আগস্ট চিফ অ্যাকউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে সিইসির সফর সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন ইসির উপ-সচিব মো. শাহ আলম। এতে বলা হয়, এটি একটি অফিসিয়াল সফর। এ সময় তারা সব ভাতা পাবেন দেশীয় মুদ্রায়। থাকা-খাওয়া এবং স্থানীয় যাতায়াত ব্যয়ভার বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। তবে প্লেন ভাড়া বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়া গেলেন সিইসি

আপডেট : ০২:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
সাতদিনের সফরে রাশিয়া গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এসময় দেশটির জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন তিনি। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৩ নম্বর ফ্লাইটে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়েন সিইসি। নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা এ তথ্য জানান।

নির্বাচন কমিশন থেকে জানা যায়, ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাশিয়ায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন সিইসি। এরপর অন্যান্য কাজ সেরে দেশে ফিরবেন। গত ১৯ আগস্ট চিফ অ্যাকউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে সিইসির সফর সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন ইসির উপ-সচিব মো. শাহ আলম। এতে বলা হয়, এটি একটি অফিসিয়াল সফর। এ সময় তারা সব ভাতা পাবেন দেশীয় মুদ্রায়। থাকা-খাওয়া এবং স্থানীয় যাতায়াত ব্যয়ভার বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। তবে প্লেন ভাড়া বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।