নিজ হাতে পুরো ৩০ পারা কোরআন লিখলেন ছাত্রলীগ নেত্রী
- আপডেট : ০১:৪৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / 791
গতকাল শুক্রবার তাসনিম নিজেই তার ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।
ছাত্রলীগ নেত্রী জারিন তাসনিম দিয়ার স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হল-
ক্ষুদ্র জীবনে মানুষের অনেক শখ থাকে। অসম্ভবকে সম্ভব করে। ছোটবেলা থেকে আমারও একটি বড় শখ ছিল পবিত্র কোরআন (৩০ পারা) হাতে লিখব। আর আজকে সেটি সম্ভবপর হয়েছে। গত দেড় বছরের প্রচেষ্টায় আজ আমি সার্থক।
২০২০ সালের এই করোনাকালীন সময়ে আমরা যখন সবাই ঘরবন্দি, তখন থেকেই আমার এই উদ্যোগ শুরু হয়। লেখা শেখাটা তখনই।
আমি কোনো মাদরাসার শিক্ষার্থীও ছিলাম না। আমার জীবনের সেরা অর্জন এই হাতে লেখা পবিত্র কোরআন। কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। লাখ লাখ শুকরিয়া মহান আল্লাহ তালার দরবারে। তিনি চেয়েছেন বলেই আমার পক্ষে সম্পূর্ণ কোরআন হাতে লেখা সম্ভব হয়েছে।
আমি চাই আমার হাতে লেখা এই পবিত্র কোরআন কিছু কপি করে সেটা বিভিন্ন মসজিদ মাদরাসায় দিতে। সেটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। সবাই আমার জন্য দোয়া করবেন।