এশিয়ান টেবিল টেনিস লাল সবুজের আরেকটি জয়

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
  • / 131
কাতারের এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ থেকে আরেকটি জয়ের খবর এলো। বুধবার রাতে দোহায় অনুষ্ঠিত ২৪তম স্থান নির্ধারণী খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ফিলিস্তিনকে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশ পুরুষ টিটি দল।

মুহতাসিন হৃদয় ৩-২ গেমে ফিলিস্তিনের এক নম্বর খেলোয়াড়কে হারান। দ্বিতীয় সেটে বাংলাদেশের রামহিম ৩-১ গেমে হেরে যান। তৃতীয় সেটে বাংলাদেশের সজীব ৩-২ গেমে প্রতিপক্ষ দেশের তিন নম্বর খেলোয়াড়কে হারান।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চতুর্থ সেটে ফিলিস্তিনের দুই নম্বর খেলোয়াড়কে ৩-২ গেমে হারিয়ে মুহতাসিন হৃদয়। অন্যদিকে মেয়েদের স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা গড়েও মালদ্বীপের কাছে ৩-০ সেটে হেরে যায়।

সোনম সুলতানা সোমা ২-৩ গেমে, সাদিয়া রহমান মৌ ২-৩ গেমে ও নওরিন সুলতানা মাহি ১-৩ গেমে হেরেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়ান টেবিল টেনিস লাল সবুজের আরেকটি জয়

আপডেট : ০২:০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
কাতারের এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ থেকে আরেকটি জয়ের খবর এলো। বুধবার রাতে দোহায় অনুষ্ঠিত ২৪তম স্থান নির্ধারণী খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ফিলিস্তিনকে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশ পুরুষ টিটি দল।

মুহতাসিন হৃদয় ৩-২ গেমে ফিলিস্তিনের এক নম্বর খেলোয়াড়কে হারান। দ্বিতীয় সেটে বাংলাদেশের রামহিম ৩-১ গেমে হেরে যান। তৃতীয় সেটে বাংলাদেশের সজীব ৩-২ গেমে প্রতিপক্ষ দেশের তিন নম্বর খেলোয়াড়কে হারান।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চতুর্থ সেটে ফিলিস্তিনের দুই নম্বর খেলোয়াড়কে ৩-২ গেমে হারিয়ে মুহতাসিন হৃদয়। অন্যদিকে মেয়েদের স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা গড়েও মালদ্বীপের কাছে ৩-০ সেটে হেরে যায়।

সোনম সুলতানা সোমা ২-৩ গেমে, সাদিয়া রহমান মৌ ২-৩ গেমে ও নওরিন সুলতানা মাহি ১-৩ গেমে হেরেছেন।