ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ এশিয়ায় আমাদের স্বর্ণজেতার সক্ষমতা রয়েছে: মর্জিনা

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:১৪:৩৯ অপরাহ্ন, সোমাবার, ৪ অক্টোবর ২০২১
  • / 103
এশিয়ান ট্র্যাডিশনাল ভার্চুয়াল উশু চ্যাম্পিয়নশিপে ১৩টি পদক জিতে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে বাংলাদেশ। যার মধ্যে দুইটি রুপা ও ১১টি ব্রোঞ্জ পদক। মর্জিনা আক্তার ও আল আমিন একটি করে রুপা ও ব্রোঞ্জপদক জিতেছেন।

এছাড়া বিপ্লব রুদ্র, দিপ্তি দাস চারু, নাজমুল হাসান, ওমর ফারুক দুইটি করে এবং গ্রুপ পারফরম্যান্সে একটি ব্রোঞ্জ পদক জেতে বাংলাদেশ।

এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, ‘এশিয়ার ২১টি দেশ অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে। যেখানে ২টি রুপা ও ১১টি ব্রোঞ্জপদক জিতে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান, ভারত, নেপাল ও শ্রীলংকাকে পেছনে ফেলে আমাদের ছেলে মেয়েরা সেরা হয়েছে।’

মর্জিনা আক্তার বলেন, নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে অবৈধভাবে আমাদের স্বর্ণপদক কেড়ে নিয়েছিলেন শ্রীলংকার বিচারক মানিলাল। এশিয়ান ট্র্যাডিশনাল এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা সেটাই প্রমান করে দিলাম। দক্ষিণ এশিয়ায় আমাদের স্বর্ণজেতার সক্ষমতা রয়েছে।

আগামী ১৫-১৭ অক্টোবর আন্তর্জাতিক উশু ফেডারেশনের (আইডব্লুইউএফ) আয়োজনে থাউলু প্রতিযাগিতায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন উশুকারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ এশিয়ায় আমাদের স্বর্ণজেতার সক্ষমতা রয়েছে: মর্জিনা

আপডেট : ০২:১৪:৩৯ অপরাহ্ন, সোমাবার, ৪ অক্টোবর ২০২১
এশিয়ান ট্র্যাডিশনাল ভার্চুয়াল উশু চ্যাম্পিয়নশিপে ১৩টি পদক জিতে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে বাংলাদেশ। যার মধ্যে দুইটি রুপা ও ১১টি ব্রোঞ্জ পদক। মর্জিনা আক্তার ও আল আমিন একটি করে রুপা ও ব্রোঞ্জপদক জিতেছেন।

এছাড়া বিপ্লব রুদ্র, দিপ্তি দাস চারু, নাজমুল হাসান, ওমর ফারুক দুইটি করে এবং গ্রুপ পারফরম্যান্সে একটি ব্রোঞ্জ পদক জেতে বাংলাদেশ।

এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, ‘এশিয়ার ২১টি দেশ অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে। যেখানে ২টি রুপা ও ১১টি ব্রোঞ্জপদক জিতে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান, ভারত, নেপাল ও শ্রীলংকাকে পেছনে ফেলে আমাদের ছেলে মেয়েরা সেরা হয়েছে।’

মর্জিনা আক্তার বলেন, নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে অবৈধভাবে আমাদের স্বর্ণপদক কেড়ে নিয়েছিলেন শ্রীলংকার বিচারক মানিলাল। এশিয়ান ট্র্যাডিশনাল এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা সেটাই প্রমান করে দিলাম। দক্ষিণ এশিয়ায় আমাদের স্বর্ণজেতার সক্ষমতা রয়েছে।

আগামী ১৫-১৭ অক্টোবর আন্তর্জাতিক উশু ফেডারেশনের (আইডব্লুইউএফ) আয়োজনে থাউলু প্রতিযাগিতায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন উশুকারা।