বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিসিবির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট : ০৩:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • / 181
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কার্যনির্বাহী কমিটি।

বৃহস্পতিবার বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিসিবি কমিটির নবনির্বাচিতরা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে কমিটির বাকি সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা।

দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। নির্বাচনে আগামী চার বছরের জন্য বিসিবির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন।

এ নিয়ে টানা চতুর্থবারের মতো বিসিবি সভাপতি নির্বাচিত হলেন পাপন। বুধবারের নির্বাচিত ২৩ জন পরিচালকের সম্মতিতে এবার বিসিবি সভাপতি নির্বাচিত হন পাপন।

২০১২ সালে সরকারের মনোনয়নে প্রথমবারের মতো বিসিবির দায়িত্ব পান নাজমুল হাসান পাপন। ২০১৩ সালের নির্বাচনেও জয়ী হন তিনি। তারপর ২০১৭ সালের নির্বাচনেও পাপনের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। এবারও নির্বাচনে অংশ নেন পাপন। যদিও এবার প্যানেল না থাকায় শুধু পরিচালক হিসেবেই নির্বাচনে অংশ নেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিসিবির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন

আপডেট : ০৩:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কার্যনির্বাহী কমিটি।

বৃহস্পতিবার বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিসিবি কমিটির নবনির্বাচিতরা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে কমিটির বাকি সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা।

দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। নির্বাচনে আগামী চার বছরের জন্য বিসিবির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন।

এ নিয়ে টানা চতুর্থবারের মতো বিসিবি সভাপতি নির্বাচিত হলেন পাপন। বুধবারের নির্বাচিত ২৩ জন পরিচালকের সম্মতিতে এবার বিসিবি সভাপতি নির্বাচিত হন পাপন।

২০১২ সালে সরকারের মনোনয়নে প্রথমবারের মতো বিসিবির দায়িত্ব পান নাজমুল হাসান পাপন। ২০১৩ সালের নির্বাচনেও জয়ী হন তিনি। তারপর ২০১৭ সালের নির্বাচনেও পাপনের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। এবারও নির্বাচনে অংশ নেন পাপন। যদিও এবার প্যানেল না থাকায় শুধু পরিচালক হিসেবেই নির্বাচনে অংশ নেন তিনি।