ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রোটিয়াদের চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:২৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • / 217
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলা শুরু হচ্ছে একটু পরই। ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে বিশ্বকাপের জন্য। আইসিসির র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা আট দলের সাথে যুক্ত হবে বাছাই পর্ব থেকে উঠে আসা স্কটল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নামিবিয়া।

সুপার টুয়েলভে দিনের প্রথম ম্যাচে ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

অন্য বিশ্বকাপের মতো দুবাই বিশ্বকাপে ফেভারিটের তকমা গায়ে লাগাতে পারেনি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচ জয়ের জন্য দুই দলেই আছেন তারকা ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল কিংবা মিচেল স্টার্ক যে কোন মূহুর্তেই খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখেন। অপরদিকে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও কাগিসো রাবাদার দিকে বিশেষ নজর থাকবে ক্রীড়া প্রেমীদের।

এদিকে পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২২ বার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ১৩টি ম্যাচ জিতেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা জিতেছে মাত্র ৮টি ম্যাচ। আরেকটি ম্যাচ পরিত্যক্ত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রোটিয়াদের চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া

আপডেট : ১১:২৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলা শুরু হচ্ছে একটু পরই। ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে বিশ্বকাপের জন্য। আইসিসির র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা আট দলের সাথে যুক্ত হবে বাছাই পর্ব থেকে উঠে আসা স্কটল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নামিবিয়া।

সুপার টুয়েলভে দিনের প্রথম ম্যাচে ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

অন্য বিশ্বকাপের মতো দুবাই বিশ্বকাপে ফেভারিটের তকমা গায়ে লাগাতে পারেনি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচ জয়ের জন্য দুই দলেই আছেন তারকা ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল কিংবা মিচেল স্টার্ক যে কোন মূহুর্তেই খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখেন। অপরদিকে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও কাগিসো রাবাদার দিকে বিশেষ নজর থাকবে ক্রীড়া প্রেমীদের।

এদিকে পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২২ বার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ১৩টি ম্যাচ জিতেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা জিতেছে মাত্র ৮টি ম্যাচ। আরেকটি ম্যাচ পরিত্যক্ত।