ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে খেলছেন হোল্ডার?

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:২১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • / 99
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আগামীকাল অনুষ্টিতব্য টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবীয় দলে দেখা যাবে জেসন হোল্ডারকে। ডান পায়ের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন উইন্ডিজের বাঁ-হাতি পেসার ওবেড ম্যাককয়। তার পরিবর্তে খেলবেন তিনি। খবর ক্রিকবাজের।

বিশ্বকাপ দলে সুযোগ পেলেও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার এতোদিন রিজার্ভ বেঞ্চে বসে খেলা দেখেছেন।

এ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার বলেন, ‘হোল্ডার অনেকদিন ধরেই সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে আছেন। আশা করছি, তিনি দলের জন্য বেশ ভালো কিছু করবেন। তিনি একজন অভিজ্ঞ এবং দারুণ ক্রিকেটার, যা আমরা ভালোভাবেই জানি। তিনি হয়তো সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে পারবেন।’

বিশ্বকাপের সুপার টুয়েলভে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ম্যাককয়। ব্যাট হাতে শূন্য রান ও বল হাতে ২ ওভারে ১২ রান দিয়ে তিনি উইকেটশূন্য ছিলেন। ওই ম্যাচেই ইনজুরিতে পড়েন ম্যাককয়।

এ কারণে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশের বাইরে ছিলেন ম্যাককয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৭ টি-টোয়েন্টিতে ২২ উইকেট ও ২০১ রান করেন হোল্ডার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের বিপক্ষে খেলছেন হোল্ডার?

আপডেট : ১১:২১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আগামীকাল অনুষ্টিতব্য টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবীয় দলে দেখা যাবে জেসন হোল্ডারকে। ডান পায়ের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন উইন্ডিজের বাঁ-হাতি পেসার ওবেড ম্যাককয়। তার পরিবর্তে খেলবেন তিনি। খবর ক্রিকবাজের।

বিশ্বকাপ দলে সুযোগ পেলেও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার এতোদিন রিজার্ভ বেঞ্চে বসে খেলা দেখেছেন।

এ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার বলেন, ‘হোল্ডার অনেকদিন ধরেই সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে আছেন। আশা করছি, তিনি দলের জন্য বেশ ভালো কিছু করবেন। তিনি একজন অভিজ্ঞ এবং দারুণ ক্রিকেটার, যা আমরা ভালোভাবেই জানি। তিনি হয়তো সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে পারবেন।’

বিশ্বকাপের সুপার টুয়েলভে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ম্যাককয়। ব্যাট হাতে শূন্য রান ও বল হাতে ২ ওভারে ১২ রান দিয়ে তিনি উইকেটশূন্য ছিলেন। ওই ম্যাচেই ইনজুরিতে পড়েন ম্যাককয়।

এ কারণে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশের বাইরে ছিলেন ম্যাককয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৭ টি-টোয়েন্টিতে ২২ উইকেট ও ২০১ রান করেন হোল্ডার।