ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ মিশন শেষ সাকিবের

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • / 185
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান চোটের কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের বাকি দুইটি ম্যাচে মাঠে নামছেন না তিনি।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যেহেতু আর খেলা হচ্ছে না এ অলরাউন্ডারের, তাই কাল-পরশুই টিম হোটেল ছাড়বেন তিনি। আরব আমিরাত থেকে সাকিব সরাসরি চলে যাবেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। সাকিবের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছেন জাতীয় দলের বিশেষ সূত্র।

রোববার নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, সাকিবের চোট সেরে ওঠেনি। পরের দুই ম্যাচে কোনোভাবেই তার খেলার সম্ভাবনা নেই। আগামীকাল কিংবা পরশু ম্যাচের দিন সাকিব হোটেল ছাড়বেন। সেদিন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যাবেন তিনি।

গত শুক্রবার উইন্ডিজের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। এরপর চোট নিয়েই ব্যাটিং ও বোলিংয়ের চালিয়ে যান তিনি। খেলা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম তাকে দুই দিন পর্যবেক্ষণে রাখে। তবে সাকিবের পর্যবেক্ষণের ফলাফল ভালো না আসায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন। চোটের কারণে বিশ্বকাপ থেকে সাকিবের ছিটকে পড়ার খবর আনুষ্ঠানিকভাবে অবহিত করবে আইসিসি ও বিসিবি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপ মিশন শেষ সাকিবের

আপডেট : ০১:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান চোটের কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের বাকি দুইটি ম্যাচে মাঠে নামছেন না তিনি।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যেহেতু আর খেলা হচ্ছে না এ অলরাউন্ডারের, তাই কাল-পরশুই টিম হোটেল ছাড়বেন তিনি। আরব আমিরাত থেকে সাকিব সরাসরি চলে যাবেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। সাকিবের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছেন জাতীয় দলের বিশেষ সূত্র।

রোববার নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, সাকিবের চোট সেরে ওঠেনি। পরের দুই ম্যাচে কোনোভাবেই তার খেলার সম্ভাবনা নেই। আগামীকাল কিংবা পরশু ম্যাচের দিন সাকিব হোটেল ছাড়বেন। সেদিন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যাবেন তিনি।

গত শুক্রবার উইন্ডিজের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। এরপর চোট নিয়েই ব্যাটিং ও বোলিংয়ের চালিয়ে যান তিনি। খেলা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম তাকে দুই দিন পর্যবেক্ষণে রাখে। তবে সাকিবের পর্যবেক্ষণের ফলাফল ভালো না আসায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন। চোটের কারণে বিশ্বকাপ থেকে সাকিবের ছিটকে পড়ার খবর আনুষ্ঠানিকভাবে অবহিত করবে আইসিসি ও বিসিবি।