ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সহজ জয়ে সিরিজ নিজেদের করলো ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:১৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • / 80
সদ্যই টি–টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হয়ে ভারতের মাটিতে সিরিজ খেলতে গেছে নিউজিল্যান্ড দল। কিন্তু বিশ্বকাপ ফাইনালে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি কিউয়িরা। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হারার পর শুক্রবার দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে হেরেছে তারা। ফলে সিরিজে ২-০ তে এগিয়ে গেল নতুন অধিনায়ক রোহিত শর্মার দল।

রাঁচিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত। ব্যাট করতে নেমে টপ অর্ডারে রান পেলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ৬ উইকেট ১৫৩ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। রান তাড়া করতে নেমে দুই ওপেনারের পঞ্চাশোর্ধ ইনিংসে ভর করে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে লোকেশ রাহুল ও রোহিত শর্মার উদ্বোধনী জুটিতেই ১১৭ রান তুলে নেয় ভারত। ১৩.২ ওভারের জুটি ভাঙে রাহুলের আউটে। ৬ চার ও ২ ছয়ে ৪৯ বলে ৬৫ রান করা রাহুল আউট হয়েছেন টিম সাউদির বলে গ্লেন ফিলিপসের ক্যাচ হয়ে। ১৬তম ওভারে ফিরে যান ভারতের টি–টায়েন্টি দলের নতুন অধিনায়ক রোহিতও। সাউদির বলে মার্টিন গাপটিলের হাতে ক্যাচ দেওয়ার আগে ৫ ছয় ও এক চারে ৩৬ বলে ৫৫ রান করেছেন তিনি।

কিউই ফাস্ট বোলার সাউদি আবারও আঘাত হানেন ভারতীয় ইনিংসে। নিজের তৃতীয় উইকেট হিসেবে তিনি তুলে নেন সূর্যকুমার যাদবকে। সাউদির বলে বোল্ড হওয়ার আগে ২ বলে ১ রান করেছেন তিনি। কিন্তু এরপরও ভারত নিরাপদে লক্ষ্য পেরিয়ে যেতে পেরেছে ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলতে নামা ভেঙ্কটেশ আইয়ার ও ঋষভ পন্তের দৃঢ়তায়। ভারতকে জেতাতে আইয়ার অপরাজিত ছিলেন ১১ বলে ১২ রান করে। অন্য প্রান্তে পন্ত ৬ বলে ২ ছয়ে করেছেন অপরাজিত ১২ রান।

এর আগে নিউজিল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যান ভালো শুরু পেলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। ২১ বলে ৩৪ রান করেন গ্লেন ফিলিপস। মার্টিন গাপটিল (৩১) ও ড্যারিল মিচেল (৩১) উইকেটে থিতু হয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। উদ্বোধনী জুটিতে ৪.২ ওভারে ৪৮ রান তোলেন দুজন। নিউজিল্যান্ডের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের জুটি। ভারতের হয়ে ২৫ রানে ২ উইকেট নেন হর্ষল প্যাটেল। ১৯ রানে ১ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। ম্যাচ সেরা ভারতের হার্শাল প্যাটেল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সহজ জয়ে সিরিজ নিজেদের করলো ভারত

আপডেট : ১১:১৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
সদ্যই টি–টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হয়ে ভারতের মাটিতে সিরিজ খেলতে গেছে নিউজিল্যান্ড দল। কিন্তু বিশ্বকাপ ফাইনালে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি কিউয়িরা। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হারার পর শুক্রবার দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে হেরেছে তারা। ফলে সিরিজে ২-০ তে এগিয়ে গেল নতুন অধিনায়ক রোহিত শর্মার দল।

রাঁচিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত। ব্যাট করতে নেমে টপ অর্ডারে রান পেলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ৬ উইকেট ১৫৩ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। রান তাড়া করতে নেমে দুই ওপেনারের পঞ্চাশোর্ধ ইনিংসে ভর করে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে লোকেশ রাহুল ও রোহিত শর্মার উদ্বোধনী জুটিতেই ১১৭ রান তুলে নেয় ভারত। ১৩.২ ওভারের জুটি ভাঙে রাহুলের আউটে। ৬ চার ও ২ ছয়ে ৪৯ বলে ৬৫ রান করা রাহুল আউট হয়েছেন টিম সাউদির বলে গ্লেন ফিলিপসের ক্যাচ হয়ে। ১৬তম ওভারে ফিরে যান ভারতের টি–টায়েন্টি দলের নতুন অধিনায়ক রোহিতও। সাউদির বলে মার্টিন গাপটিলের হাতে ক্যাচ দেওয়ার আগে ৫ ছয় ও এক চারে ৩৬ বলে ৫৫ রান করেছেন তিনি।

কিউই ফাস্ট বোলার সাউদি আবারও আঘাত হানেন ভারতীয় ইনিংসে। নিজের তৃতীয় উইকেট হিসেবে তিনি তুলে নেন সূর্যকুমার যাদবকে। সাউদির বলে বোল্ড হওয়ার আগে ২ বলে ১ রান করেছেন তিনি। কিন্তু এরপরও ভারত নিরাপদে লক্ষ্য পেরিয়ে যেতে পেরেছে ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলতে নামা ভেঙ্কটেশ আইয়ার ও ঋষভ পন্তের দৃঢ়তায়। ভারতকে জেতাতে আইয়ার অপরাজিত ছিলেন ১১ বলে ১২ রান করে। অন্য প্রান্তে পন্ত ৬ বলে ২ ছয়ে করেছেন অপরাজিত ১২ রান।

এর আগে নিউজিল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যান ভালো শুরু পেলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। ২১ বলে ৩৪ রান করেন গ্লেন ফিলিপস। মার্টিন গাপটিল (৩১) ও ড্যারিল মিচেল (৩১) উইকেটে থিতু হয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। উদ্বোধনী জুটিতে ৪.২ ওভারে ৪৮ রান তোলেন দুজন। নিউজিল্যান্ডের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের জুটি। ভারতের হয়ে ২৫ রানে ২ উইকেট নেন হর্ষল প্যাটেল। ১৯ রানে ১ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। ম্যাচ সেরা ভারতের হার্শাল প্যাটেল।