ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মুশফিকের ছুটি মঞ্জুর, যাচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে

ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • / 190
ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। এ সময় পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদিআরব যাবেন তিনি। মুশফিকের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ২২ জুন হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন মুশফিক।

মুশফিকের ছুটি প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, সে আমাদের শ্রীলঙ্কা সিরিজের আগেই জানিয়েছিল যে, সে এ বছর হজ পালন করতে চায়। যখনই সে কনফার্মেশন পেয়েছে, সে ছুটির জন্য আমাদের কাছে চিঠি দিয়েছে। আমরা সেই ছুটি মঞ্জুর করেছি।

উইন্ডিজ সফরের দিনক্ষণ ঠিক হলেও সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক সূচি অনুসারে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। আগামী ১৬ ও ২৪ জুন টেস্ট দুটো হবে যথাক্রমে ডমিনিকা আর সেন্ট লুসিয়ায়।

টেস্টের পর হবে টি-টোয়েন্টি সিরিজ। ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। সেখানেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের উইন্ডিজ সফর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুশফিকের ছুটি মঞ্জুর, যাচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে

আপডেট : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। এ সময় পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদিআরব যাবেন তিনি। মুশফিকের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ২২ জুন হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন মুশফিক।

মুশফিকের ছুটি প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, সে আমাদের শ্রীলঙ্কা সিরিজের আগেই জানিয়েছিল যে, সে এ বছর হজ পালন করতে চায়। যখনই সে কনফার্মেশন পেয়েছে, সে ছুটির জন্য আমাদের কাছে চিঠি দিয়েছে। আমরা সেই ছুটি মঞ্জুর করেছি।

উইন্ডিজ সফরের দিনক্ষণ ঠিক হলেও সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক সূচি অনুসারে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। আগামী ১৬ ও ২৪ জুন টেস্ট দুটো হবে যথাক্রমে ডমিনিকা আর সেন্ট লুসিয়ায়।

টেস্টের পর হবে টি-টোয়েন্টি সিরিজ। ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। সেখানেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের উইন্ডিজ সফর।