ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

হাসানের টার্গেট ৫ শত উইকেট

ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৪:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / 145

বাংলাদেশের ক্রিকেটে পাইপ লাইনে উন্নতি বিগত কয়েক বছর ধরে চোখে পড়ার মতো। ধারাবাহিক ভাবেই একাধিক পেসারই উঠে এসেছে জাতীয় দলে। পাইপ লাইনের সেই উন্নতির প্রমাণ হলেন পেসার হাসান মাহমুদ। যদিও তিনি ইনজুরির ধাক্কায় পড়েছিলেন। সেটা কাটিয়ে হাসান এখন ফিরেছেন শত ভাগ ফিটনেস নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামের উইকেটে দারুণ বোলিংও বরে নজরে এসেছেন।

চট্টগ্রামে টি২০ ম্যাচে ৪ ওভারে ২৬ রান দিয়ে হাসান পকেটে জমা করেন ২ উইকেট। এর মধ্যেও আলাদা ছিল তার ডেথ বোলিং। ১৭ ও ১৯তম ওভার করতে এসে কেবল ৫ রান দিয়ে দুই উইকেট শিকার করেন এই পেসার। ইংল্যান্ডকে বিগ স্কোর করতে না দেওয়ায় পেছনে হাসানের সেই দুই ওভারের ভূমিকা ছিল দারুণ।
আজ শনিবার ছিল বাংলাদেশ দলের অনুশীলন। মিরপুরে কাল সিরিজের ২য় টি২০ ম্যাচ মাঠে গড়াবে। তবে অনুশীলন সকালে শুরু করার আগে সংবাদ সম্মেলনে হাজির হলেন হাসান মাহমুদ। ২০২৩ সালের মার্চ অবদি ৬ ওয়ানডেতে ৮ ও ১১ টি-টোয়েন্টিতে ১৫ উইকেট পাওয়া হাসান মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, ক্যারিয়ার শেষে নামের শেষে দেখতে চান পাঁচশ উইকেট দেখতে চান।

কত উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান এমন প্রশ্নে তিনি বলেন, ‘৫০০ উইকেট অবশ্যই। ’ এরপর তার কাছে জানতে চাওয়া হয় আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে অনুসরণ করেন কি না। জবাবে হাসান বলেছেন, ‘কেউ না। এমনি বোলিং দেখতে ভালো লাগে সবার। ’

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জস বাটলারের উইকেট নিয়েছেন হাসান। তার হাতে দুইটা ছক্কা হজম করতে হয় হাসানকে। এরপর ফিরে এসে তাকে আউট করেন। এর পেছনের ভাবনার কথাও জানিয়েছেন হাসান। তিনি বলছেন, ছক্কা খাওয়ার পর সেসব নিয়ে ভাবেননি।

তিনি বলেছেন, ‘ওই সময় সে যে আমাকে ছক্কা মেরেছে দুইটা পরপর, আমি ছয়ের দিকে তাকাই না, আমি দেখিনি ও কী করছিল। আমি ভাবছিলাম আমি কী করবো। শেষ দুই ওভারে আমার চ্যালেঞ্জ ছিল যেকরেই হোক ডিফেন্ড করতে হবে। আমি সেটা করার চেষ্টা করেছি। ’

হাসান ২০২৩ সালের টি-টোয়েন্টি দল নিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘এই মুহূর্তে টি-টোয়েন্টিতে আমাদের দলে অন্যতম সেরা বাঞ্চ অব প্লেয়ার আমি দেখছি। খুবই উৎফুল্ল সবাই, মাঠে খুবই এফোর্ট দেয় শেষ পর্যন্ত। এটা যদি আমরা ধরে রাখতে পারি, এই ব্যাচটাকে এগিয়ে নিতে পারি, তাহলে আমি মনে করি টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে, যেকোনো ফরম্যাটে আমরা এগিয়ে থাকব সবার থেকে। ’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসানের টার্গেট ৫ শত উইকেট

আপডেট : ০৪:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

বাংলাদেশের ক্রিকেটে পাইপ লাইনে উন্নতি বিগত কয়েক বছর ধরে চোখে পড়ার মতো। ধারাবাহিক ভাবেই একাধিক পেসারই উঠে এসেছে জাতীয় দলে। পাইপ লাইনের সেই উন্নতির প্রমাণ হলেন পেসার হাসান মাহমুদ। যদিও তিনি ইনজুরির ধাক্কায় পড়েছিলেন। সেটা কাটিয়ে হাসান এখন ফিরেছেন শত ভাগ ফিটনেস নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামের উইকেটে দারুণ বোলিংও বরে নজরে এসেছেন।

চট্টগ্রামে টি২০ ম্যাচে ৪ ওভারে ২৬ রান দিয়ে হাসান পকেটে জমা করেন ২ উইকেট। এর মধ্যেও আলাদা ছিল তার ডেথ বোলিং। ১৭ ও ১৯তম ওভার করতে এসে কেবল ৫ রান দিয়ে দুই উইকেট শিকার করেন এই পেসার। ইংল্যান্ডকে বিগ স্কোর করতে না দেওয়ায় পেছনে হাসানের সেই দুই ওভারের ভূমিকা ছিল দারুণ।
আজ শনিবার ছিল বাংলাদেশ দলের অনুশীলন। মিরপুরে কাল সিরিজের ২য় টি২০ ম্যাচ মাঠে গড়াবে। তবে অনুশীলন সকালে শুরু করার আগে সংবাদ সম্মেলনে হাজির হলেন হাসান মাহমুদ। ২০২৩ সালের মার্চ অবদি ৬ ওয়ানডেতে ৮ ও ১১ টি-টোয়েন্টিতে ১৫ উইকেট পাওয়া হাসান মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, ক্যারিয়ার শেষে নামের শেষে দেখতে চান পাঁচশ উইকেট দেখতে চান।

কত উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান এমন প্রশ্নে তিনি বলেন, ‘৫০০ উইকেট অবশ্যই। ’ এরপর তার কাছে জানতে চাওয়া হয় আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে অনুসরণ করেন কি না। জবাবে হাসান বলেছেন, ‘কেউ না। এমনি বোলিং দেখতে ভালো লাগে সবার। ’

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জস বাটলারের উইকেট নিয়েছেন হাসান। তার হাতে দুইটা ছক্কা হজম করতে হয় হাসানকে। এরপর ফিরে এসে তাকে আউট করেন। এর পেছনের ভাবনার কথাও জানিয়েছেন হাসান। তিনি বলছেন, ছক্কা খাওয়ার পর সেসব নিয়ে ভাবেননি।

তিনি বলেছেন, ‘ওই সময় সে যে আমাকে ছক্কা মেরেছে দুইটা পরপর, আমি ছয়ের দিকে তাকাই না, আমি দেখিনি ও কী করছিল। আমি ভাবছিলাম আমি কী করবো। শেষ দুই ওভারে আমার চ্যালেঞ্জ ছিল যেকরেই হোক ডিফেন্ড করতে হবে। আমি সেটা করার চেষ্টা করেছি। ’

হাসান ২০২৩ সালের টি-টোয়েন্টি দল নিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘এই মুহূর্তে টি-টোয়েন্টিতে আমাদের দলে অন্যতম সেরা বাঞ্চ অব প্লেয়ার আমি দেখছি। খুবই উৎফুল্ল সবাই, মাঠে খুবই এফোর্ট দেয় শেষ পর্যন্ত। এটা যদি আমরা ধরে রাখতে পারি, এই ব্যাচটাকে এগিয়ে নিতে পারি, তাহলে আমি মনে করি টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে, যেকোনো ফরম্যাটে আমরা এগিয়ে থাকব সবার থেকে। ’