তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

- আপডেট : ০৬:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / 18
এরপর ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ভাল সঙ্গ দিচ্ছিলেন দিচ্ছেন তৌহিদ হৃদয়। তবে অফ স্টাম্পের বেশ বাইরে শর্ট বলে খেলতে গিয়ে ফেরেন তৌহিদ হৃদয়। জায়গা বানিয়ে খেলতে গিয়ে ক্যাচ দিলেন পয়েন্টে। আন্তর্জতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পেলেন লেগ স্পিনার রেহান আহমেদ। আগের ওভারে রশিদকে দুই চার মারলেও মাঝে পানি পানের বিরতিতে যেন ছন্দপতন হলো হৃদয়ের। বাংলাদেশ তৃতীয় উইকেট হারানোর পর এসেছেন মেহেদী হাসান মিরাজ।
ইংল্যান্ডের দেওয়া ১১৮ রানের লক্ষ্যে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে আসে লিটন দাস ও রনি তালুকদার। দেখে শুনেই শুরু করে এই দুই ওপেনার স্যাম কারনের প্রথম ওভারে নেন ৭ রান। পরে ক্রিস ওকসের ওভারে ১ চারে নেন ৮ রান। ফলে ভালো শুরু করেছিল এই দুই ওপেনার।
তবে স্যাম কারানের তৃতীয় ওভারে শর্ট বলে তুলে মারতে গিয়েছিলেন লিটন, কিন্তু ব্যাটে নিয়ন্ত্রণ ছিল না তেমন। ফলে ডিপ মিডোউইকেটে ফিল সল্টের হাতে ধরা পড়েন ফর্মখরায় ভুগতে থাকা বাংলাদেশ ওপেনার। ৯ বলে ৯ রানেই থেমেছেন তিনি, তৃতীয় ওভারে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ।
এরপর উইকেট আসে নাজমুল হাসান শান্ত সঙ্গ দিচ্ছিলেন ওপেনার রনিকে। তবে পাওয়ার প্লের শেষ ওভারে জোফার আর্চারের বলে মইন আলির কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আট বছর পর জাতীয় দলে সুযোগ পাওয়া রনি। ১৪ বলে করেন ৯ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬৬। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।