টি-টোয়েন্টি সিরিজে নতুন দুই মুখ, বাদ আফিফ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৭:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / 190
আগের দিনই হুট করে তৃতীয় ওয়ানডের আগে দল থেকে বাদ দেয়া হয় আফিফ হোসেনকে। সে ধারায় এবার টি-টোয়েন্টি স্কোয়াড থেকেও বাদ পড়েছেন এ তরুণ। তার সঙ্গে সবশেষ ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, তানভির আহমেদ ও রেজাউর রহমান রাজাও। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে বেশ কিছু চমক উপহার দিয়েছে তারা। লেগস্পিনার রিশাদকে অন্তর্ভুক্ত করেছে দলটি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণীর ম্যাচে দারুণ খেলতে থাকা জাকেরকে ডাকা হয়েছে টি-টোয়েন্টি দিয়ে।

এছাড়া স্কোয়াডে ফিরেছেন শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে ফেরার পর চোটের কারণে বাদ পড়েছিলেন। তবে এবার ফিরলেন আয়ারল্যান্ড সিরিজে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে অভিষেক হয়েছিল তানভিরের। সে ম্যাচে দুই ওভার বল করে পেয়েছিলেন ১টি উইকেট। সোহান অবশ্য ইংল্যান্ড সিরিজে স্কোয়াডে থাকলেও একটি ম্যাচ খেলার সুযোগ পাননি। একই অবস্থা ছিল রাজারও। তিনিও কোনো ম্যাচ খেলেননি ইংল্যান্ড সিরিজে।

চমকপূর্ণ এ স্কোয়াড নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘জাকিরকে আমরা ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে নিয়েছি। ‘এ’ দলেও সে ভালো করেছে। শরীফুল চোটে ছিল অনেকদিন। চোট থেকে সুস্থ হয়ে একটা প্রক্রিয়ার মধ্যে এসেছে। দলের সঙ্গে ছিল। এরপর আমরা ওকে ফিরিয়ে এনেছি।’

রিশাদকে দলে নেওয়ার ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে খেলা, আমরা রিশাদকে একটু দেখতে চাই। ম্যানেজম্যান্টও একজন লেগ স্পিনার চাচ্ছিল। সে জন্যই তাকে নেওয়া। সে আমাদের এইচপির সঙ্গে অনেকদিন কাজ করেছে। আশা করি যারা নতুন এসেছে, তারা যেন সুযোগটা কাজে লাগায়।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টি-টোয়েন্টি সিরিজে নতুন দুই মুখ, বাদ আফিফ

আপডেট : ০৭:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
আগের দিনই হুট করে তৃতীয় ওয়ানডের আগে দল থেকে বাদ দেয়া হয় আফিফ হোসেনকে। সে ধারায় এবার টি-টোয়েন্টি স্কোয়াড থেকেও বাদ পড়েছেন এ তরুণ। তার সঙ্গে সবশেষ ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, তানভির আহমেদ ও রেজাউর রহমান রাজাও। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে বেশ কিছু চমক উপহার দিয়েছে তারা। লেগস্পিনার রিশাদকে অন্তর্ভুক্ত করেছে দলটি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণীর ম্যাচে দারুণ খেলতে থাকা জাকেরকে ডাকা হয়েছে টি-টোয়েন্টি দিয়ে।

এছাড়া স্কোয়াডে ফিরেছেন শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে ফেরার পর চোটের কারণে বাদ পড়েছিলেন। তবে এবার ফিরলেন আয়ারল্যান্ড সিরিজে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে অভিষেক হয়েছিল তানভিরের। সে ম্যাচে দুই ওভার বল করে পেয়েছিলেন ১টি উইকেট। সোহান অবশ্য ইংল্যান্ড সিরিজে স্কোয়াডে থাকলেও একটি ম্যাচ খেলার সুযোগ পাননি। একই অবস্থা ছিল রাজারও। তিনিও কোনো ম্যাচ খেলেননি ইংল্যান্ড সিরিজে।

চমকপূর্ণ এ স্কোয়াড নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘জাকিরকে আমরা ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে নিয়েছি। ‘এ’ দলেও সে ভালো করেছে। শরীফুল চোটে ছিল অনেকদিন। চোট থেকে সুস্থ হয়ে একটা প্রক্রিয়ার মধ্যে এসেছে। দলের সঙ্গে ছিল। এরপর আমরা ওকে ফিরিয়ে এনেছি।’

রিশাদকে দলে নেওয়ার ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে খেলা, আমরা রিশাদকে একটু দেখতে চাই। ম্যানেজম্যান্টও একজন লেগ স্পিনার চাচ্ছিল। সে জন্যই তাকে নেওয়া। সে আমাদের এইচপির সঙ্গে অনেকদিন কাজ করেছে। আশা করি যারা নতুন এসেছে, তারা যেন সুযোগটা কাজে লাগায়।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক।