ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অনুশীলনে ফিরলেন সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • / 140
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। এরপর একদিন বিরতি দিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হবে ৩ সেপ্টেম্বর। পরের তিনটি ম্যাচ যথাক্রমে ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজ সামনে রেখে শুক্রবার প্রথম অনুশীলন শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। তবে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না সাকিব। কিন্তু একদিন পরেই অর্থাৎ শনিবার অনুশীলনে ফিরছে বিশ্বসেরা এই অলরাউন্ডার। অনুশীলনের দ্বিতীয় দিনে সতীর্থরা যখন গা গরম করতে ব্যস্ত তখন ব্যাট প্যাড নিয়ে সাকিব চলে যান ইনডোরে নেট অনুশীলনে। বাংলাদেশের ১৯ সদস্যের স্কোয়াডের সঙ্গে আছেন দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও শহিদুল ইসলাম। মূলত ব্যাটসম্যানদের নেটে বোলিং করতেই তাদের সঙ্গে রাখা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর হোটেল ইন্টার কন্টিনেন্টালে কোয়ারেন্টাইনের ৭২ ঘণ্টা পূরণ না হওয়ায় নির্ধারিত সময়ে অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব। ২৪ আগস্ট থেকে দলের কোয়ারেন্টাইন শুরু হয়েছিল কিন্তু সাকিব যোগ দেন এদিন ভোর রাতে। তাই সতীর্থরা অনুশীলন করলেও সাকিবকে হোটেলে কাটাতে হয়েছে। টাইগারদের এই অনুশীলন চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

আসন্ন সিরিজকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ১৯ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশ স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনুশীলনে ফিরলেন সাকিব

আপডেট : ১২:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। এরপর একদিন বিরতি দিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হবে ৩ সেপ্টেম্বর। পরের তিনটি ম্যাচ যথাক্রমে ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজ সামনে রেখে শুক্রবার প্রথম অনুশীলন শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। তবে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না সাকিব। কিন্তু একদিন পরেই অর্থাৎ শনিবার অনুশীলনে ফিরছে বিশ্বসেরা এই অলরাউন্ডার। অনুশীলনের দ্বিতীয় দিনে সতীর্থরা যখন গা গরম করতে ব্যস্ত তখন ব্যাট প্যাড নিয়ে সাকিব চলে যান ইনডোরে নেট অনুশীলনে। বাংলাদেশের ১৯ সদস্যের স্কোয়াডের সঙ্গে আছেন দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও শহিদুল ইসলাম। মূলত ব্যাটসম্যানদের নেটে বোলিং করতেই তাদের সঙ্গে রাখা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর হোটেল ইন্টার কন্টিনেন্টালে কোয়ারেন্টাইনের ৭২ ঘণ্টা পূরণ না হওয়ায় নির্ধারিত সময়ে অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব। ২৪ আগস্ট থেকে দলের কোয়ারেন্টাইন শুরু হয়েছিল কিন্তু সাকিব যোগ দেন এদিন ভোর রাতে। তাই সতীর্থরা অনুশীলন করলেও সাকিবকে হোটেলে কাটাতে হয়েছে। টাইগারদের এই অনুশীলন চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

আসন্ন সিরিজকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ১৯ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশ স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।