ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব-মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ  

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • / 107
৯৩ রানে অলআউট নিউজিল্যান্ড। ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ রানের মাথায় নেই লিটন দাস। ম্যাকনকিকে প্রথমে চার মারলেন। পরের বলে আবারও সুইপ করতে গিয়ে তুললেন ক্যাচ। ডিপ স্কয়ারে ফিন অ্যালেনের ক্যাচে পরিণত হন লিটন। আউট হওয়ার আগে করেন ১১ বলে ৬ রান।

এক ওভারেই ফিরলেন সাকিব-মুশফিক

ম্যাচে ফিরতে ক্রিজে আসেন সাকিব। কিন্তু ফিরলেন অপ্রয়োজনীয়ভাবে। এজাজ প্যাটেলের ঝুলিয়ে দেওয়া বলে ক্রিজ ছেড়ে বেড়িয়ে এসে স্টাম্পিং হন তিনি। ৮ বলে ১ চারে তিনি করেন ৮। সাকিবের পর একই ওভারে মুশফিককেও তুলে নেন বাঁহাতি স্পিনার প্যাটেল। দুই ডট খেলে পরের বলে স্লগ করে বোল্ড হয়ে যান মুশফিক।

পাওয়ার প্লের শেষ ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে এখন বাংলাদেশ। ৬ ওভারে টাইগারদের স্কোর ৩ উইকেট হারিয়ে ৪১ রান।

ব্যাট করেছেন মোহাম্মদ নাঈম শেখের সঙ্গী মাহমুদউল্লাহ।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৯৩ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৯৪ রান। এই ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। অপরদিকে সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের।

বুধবার ম্যাচের শুরুতেই স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে কোণঠাসা হয়ে পরে কিউইরা। ইনিংসের প্রথম ওভারেই কিউই ওপেনার রাচিন রবীন্দ্রকে শূন্য রানে আউট করেন নাসুম। এক ওভার না যেতেই কিউই শিবিরে ফের আঘাত হানেন তিনি। এবার আউট করেন ওপেনার ফিন অ্যালেনকে।

দুই উইকেট হারিয়ে কোণঠাসা নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ায় টম ল্যাথাম ও ইয়ংয়ের ব্যাটে। কিন্তু শেখ মেহেদীর বলে ২১ রান করে সাজঘরে ফিরে যায় টম ল্যাথাম। এরপর আবারো নাসুমের ভেলকিবাজি। নিউজিল্যান্ডের দলীয় ৫২ রানে হেনরি নিকোলসকে সরাসরি বোল্ড করেন তিনি। পরের বলে কলিন ডি গ্র্যান্ডহোমকে আউট করেন এই স্পিনার।

এরপর নিউজিল্যান্ড শিবিরে জোর আঘাত হানে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ১৬ তম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই ব্লান্ডেলকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। মিডঅনে থাকা নাঈম শেখের দারুণ ক্যাচে ১০ বলে মাত্র চার রান করেন ফেরেন এই ব্যাটসম্যান। একই ওভারের শেষ বলে কোল ম্যাককনচিকে ফেরান মোস্তাফিজ। নিজে বল করে নিজেই দারুণভাবে ক্যাচটি ধরেন। আর আজাজ প্যাটেলকে সরাসরি বোল্ড করেন সাইফউদ্দিন। আউট হওয়ার আগে প্যাটেলের ব্যাট থেকে আসে ৮ বলে ৪ রান। শেষদিকে আবারও মোস্তাফিজের ভেলকি। পর পর দুই বলে দুই উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং সমাপ্তি করেন ফিজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাকিব-মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ  

আপডেট : ১২:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
৯৩ রানে অলআউট নিউজিল্যান্ড। ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ রানের মাথায় নেই লিটন দাস। ম্যাকনকিকে প্রথমে চার মারলেন। পরের বলে আবারও সুইপ করতে গিয়ে তুললেন ক্যাচ। ডিপ স্কয়ারে ফিন অ্যালেনের ক্যাচে পরিণত হন লিটন। আউট হওয়ার আগে করেন ১১ বলে ৬ রান।

এক ওভারেই ফিরলেন সাকিব-মুশফিক

ম্যাচে ফিরতে ক্রিজে আসেন সাকিব। কিন্তু ফিরলেন অপ্রয়োজনীয়ভাবে। এজাজ প্যাটেলের ঝুলিয়ে দেওয়া বলে ক্রিজ ছেড়ে বেড়িয়ে এসে স্টাম্পিং হন তিনি। ৮ বলে ১ চারে তিনি করেন ৮। সাকিবের পর একই ওভারে মুশফিককেও তুলে নেন বাঁহাতি স্পিনার প্যাটেল। দুই ডট খেলে পরের বলে স্লগ করে বোল্ড হয়ে যান মুশফিক।

পাওয়ার প্লের শেষ ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে এখন বাংলাদেশ। ৬ ওভারে টাইগারদের স্কোর ৩ উইকেট হারিয়ে ৪১ রান।

ব্যাট করেছেন মোহাম্মদ নাঈম শেখের সঙ্গী মাহমুদউল্লাহ।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৯৩ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৯৪ রান। এই ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। অপরদিকে সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের।

বুধবার ম্যাচের শুরুতেই স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে কোণঠাসা হয়ে পরে কিউইরা। ইনিংসের প্রথম ওভারেই কিউই ওপেনার রাচিন রবীন্দ্রকে শূন্য রানে আউট করেন নাসুম। এক ওভার না যেতেই কিউই শিবিরে ফের আঘাত হানেন তিনি। এবার আউট করেন ওপেনার ফিন অ্যালেনকে।

দুই উইকেট হারিয়ে কোণঠাসা নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ায় টম ল্যাথাম ও ইয়ংয়ের ব্যাটে। কিন্তু শেখ মেহেদীর বলে ২১ রান করে সাজঘরে ফিরে যায় টম ল্যাথাম। এরপর আবারো নাসুমের ভেলকিবাজি। নিউজিল্যান্ডের দলীয় ৫২ রানে হেনরি নিকোলসকে সরাসরি বোল্ড করেন তিনি। পরের বলে কলিন ডি গ্র্যান্ডহোমকে আউট করেন এই স্পিনার।

এরপর নিউজিল্যান্ড শিবিরে জোর আঘাত হানে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ১৬ তম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই ব্লান্ডেলকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। মিডঅনে থাকা নাঈম শেখের দারুণ ক্যাচে ১০ বলে মাত্র চার রান করেন ফেরেন এই ব্যাটসম্যান। একই ওভারের শেষ বলে কোল ম্যাককনচিকে ফেরান মোস্তাফিজ। নিজে বল করে নিজেই দারুণভাবে ক্যাচটি ধরেন। আর আজাজ প্যাটেলকে সরাসরি বোল্ড করেন সাইফউদ্দিন। আউট হওয়ার আগে প্যাটেলের ব্যাট থেকে আসে ৮ বলে ৪ রান। শেষদিকে আবারও মোস্তাফিজের ভেলকি। পর পর দুই বলে দুই উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং সমাপ্তি করেন ফিজ।