ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে সকল দলের স্কোয়াড দেখে নিন

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • / 135

ছবি: সংগৃহীত

আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর, যা শেষ হবে ১৪ নভেম্বর। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজিত হবে ওমানে। টুর্নামেন্টের আয়োজকের ভূমিকায় থাকছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

১৭ থেকে ২২ অক্টোবর প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার সাথে লড়বে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার-আপ দল মূল ৮ দলের সাথে সুপার টুয়েলভে অংশ নেবে।

শুক্রবার ছিল বিশ্বকাপের স্কোয়ার্ড ঘোষণার শেষ দিন। তার আগেই মূল দল ও প্রথম রাউন্ডে অংশগ্রহণ করা মোট ১৬ দলের স্কোয়াড ঘোষণা করেছে স্ব স্ব দেশের ক্রিকেট বোর্ড। এক নজরে দেখে নিন ১৬ দলের স্কোয়াড:

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। সংরক্ষিত খেলোয়াড়: আমিনুল ইসলাম বিপ্লব, রুবেল হোসেন।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, লকি ফার্গুসন, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, অ্যাডাম মিলনে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, অ্যাস্টন অ্যাগার, জশ হ্যাজলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা, মিচেল সোয়েপসন। সংরক্ষিত খেলোয়াড়: ড্যান ক্রিশ্চিয়ান, ড্যানিয়েল স্যামস ও নাথান এলিস।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, সোহাইব মাকসুদ, আজম খান, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ হাসনাইন, শাহীন শাহ আফ্রিদি। সংরক্ষিত খেলোয়াড়: ফখর জামান, শাওনেওয়াজ দহনি, উসমান কাদির।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ট, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি। সংরক্ষিত খেলোয়াড়: শ্রেয়াশ আইয়ার, শার্দূল ঠাকুর ও দীপক চাহার।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

ইয়ন মরগান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার (উইকেটকিপার), স্যাম কারান, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড। সংরক্ষিত খেলোয়াড়: টম কারান, লিয়াম ডসন, জেমস ভিনস।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড

তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক (উইকেটকিপার), বর্ন ফরচুইন, রীজা হেনড্রিক্স, হেনরিচ ক্লাসেন (উইকেটকিপার), কেশব মহারাজ, এডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিদি, এনরিখ নরকিয়া, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার দাসেন। সংরক্ষিত খেলোয়াড়: জর্জ লিন্ডে, আন্ডিল ফেলুকাওয়ো, লিজাড উইলিয়ামস।

পাপুয়া নিউ গিনির বিশ্বকাপ স্কোয়াড

আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, লেগা সিয়াকা, নরম্যান ভানুয়া, নোসাইনা পোকানা, কিপলিন দোরিগা (উইকেটরক্ষক), টনি উরা, হিরি হিরি, গৌরি তোকা, সেসে বাউ, ড্যামিয়েন রাভু, কবুয়া ভাগি মোরেয়া, সিমন আতাই, জেসন কিলা, চাঁদ সোপার ও জ্যাক গার্ডনার।

ওমানের বিশ্বকাপ স্কোয়াড

জিসান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, খায়ার আলি, মোহাম্মদ নাদীম, আয়ান খান, সুরাজ কুমার, খুররাম খান, ফাইয়াজ বাট, সুফিয়ান মাহমুদ, নাসিম খুশি, বিল্লাল খান, কলিমউল্লাহ, নেস্টার ধাম্বা, সন্দ্বীপ গৌড়।

আয়ারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

অ্যান্ড্রু বিলিবার্নি (অধিনায়ক), মার্ক আদির, কার্টিস চাম্ফার, গ্রেথ ডিলানি, জর্জ ডকরেল, শেন গেটকাট, গ্রাহাম কেনেডি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককারথি, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টারলিং, হ্যারি হেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।

স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

কাইল কোয়েটজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন, ডাইলান বোয, ম্যাথিউ ক্রস, জস ডেভি, আলিস্টার ইভান্স, ক্রিস গ্রেভস, ওলি হেরিস, মাইকেল লিস্ক, কলাম মেক্লড, জর্জ মুন্সে, সাফিয়ান শরীফ, ক্রিস সোল, হামযা তারিক, ক্রেগ ওয়ালেস, মার্ক ওয়াট, ব্রাড উইল।

আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রশিদ খান, হজরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, হাশমতউল্লাহ শহীদী, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক),, মুজিব উর রহমান, করিম জানাত, গুলবাদিন নাইব, নাভিন উল হক, হামিদ হাসান, শরফউদ্দিন আশরাফ, দাওলাত জাদরান, শাপুর জাদরান, কাইস আহমেদ। সংরক্ষিত খেলোয়াড়: আফসার জাজাই, ফরিদ আহমদ মালিক।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড

কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাকয়, রবি রামপাল, ওশান থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, লেন্ডল সিমন্স। সংরক্ষিত খেলোয়াড়: জেসন হোল্ডার, ড্যারেন ব্রাভো, শেল্ডন কটরেল, আকিল হোসেইন।

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড

দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, অভিষ্কা ফার্নান্দো, চরিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, অকিলা ধনঞ্জয়া, মহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, প্রবীণ জয়বিক্রম। সংরক্ষিত খেলোয়াড়: নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা, লাহিরু কুমারা।

নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াড

জেরার্ড এরামাস (অধিনায়ক), স্টিফেন বার্ড, কার্ল বার্কেনস্টক, মিকাও দু প্রিজ, জান ফ্রাইলিঙ্ক, জেন গ্রিন, নিকল লফি ইয়াতন, বার্নাড স্কল্টজ, বেন শিকংগ, জেজে স্মিত, রুবেন ট্রাম্পেলমান, মাইকেল ভ্যান লিঙ্গেন, ডেভিড উয়াইস, ক্রেইগ উইলিয়ামস ও পিকি ইয়া ফ্রান্স। সংরক্ষিত খেলোয়াড়: মরিটাস এঙ্গুপিটাকে।

নেদারল্যান্ডস বিশ্বকাপ স্কোয়াড

পিটার সিলার (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, (সহ-অধিনায়ক), ফিলিপে বয়সেভেইন, ব্যাস ডি লিডে, পল ফন মিকেরেন, বেন কুপার, ম্যাক ও’ডাউড, স্কট এডওয়ার্ডস, রায়ান টেন ডেসকাট, টিম ফন ডার জুগটেন, রিওলেফ ফন ডার মারয়ে, ব্রান্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, লগান ফন বিক, স্টিফেন মাইবার্গ। সংরক্ষিত খেলোয়াড়: টবিয়াস ভিজে, শেন স্নাটার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপে সকল দলের স্কোয়াড দেখে নিন

আপডেট : ১২:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর, যা শেষ হবে ১৪ নভেম্বর। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজিত হবে ওমানে। টুর্নামেন্টের আয়োজকের ভূমিকায় থাকছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

১৭ থেকে ২২ অক্টোবর প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার সাথে লড়বে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার-আপ দল মূল ৮ দলের সাথে সুপার টুয়েলভে অংশ নেবে।

শুক্রবার ছিল বিশ্বকাপের স্কোয়ার্ড ঘোষণার শেষ দিন। তার আগেই মূল দল ও প্রথম রাউন্ডে অংশগ্রহণ করা মোট ১৬ দলের স্কোয়াড ঘোষণা করেছে স্ব স্ব দেশের ক্রিকেট বোর্ড। এক নজরে দেখে নিন ১৬ দলের স্কোয়াড:

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। সংরক্ষিত খেলোয়াড়: আমিনুল ইসলাম বিপ্লব, রুবেল হোসেন।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, লকি ফার্গুসন, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, অ্যাডাম মিলনে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, অ্যাস্টন অ্যাগার, জশ হ্যাজলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা, মিচেল সোয়েপসন। সংরক্ষিত খেলোয়াড়: ড্যান ক্রিশ্চিয়ান, ড্যানিয়েল স্যামস ও নাথান এলিস।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, সোহাইব মাকসুদ, আজম খান, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ হাসনাইন, শাহীন শাহ আফ্রিদি। সংরক্ষিত খেলোয়াড়: ফখর জামান, শাওনেওয়াজ দহনি, উসমান কাদির।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ট, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি। সংরক্ষিত খেলোয়াড়: শ্রেয়াশ আইয়ার, শার্দূল ঠাকুর ও দীপক চাহার।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

ইয়ন মরগান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার (উইকেটকিপার), স্যাম কারান, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড। সংরক্ষিত খেলোয়াড়: টম কারান, লিয়াম ডসন, জেমস ভিনস।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড

তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক (উইকেটকিপার), বর্ন ফরচুইন, রীজা হেনড্রিক্স, হেনরিচ ক্লাসেন (উইকেটকিপার), কেশব মহারাজ, এডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিদি, এনরিখ নরকিয়া, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার দাসেন। সংরক্ষিত খেলোয়াড়: জর্জ লিন্ডে, আন্ডিল ফেলুকাওয়ো, লিজাড উইলিয়ামস।

পাপুয়া নিউ গিনির বিশ্বকাপ স্কোয়াড

আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, লেগা সিয়াকা, নরম্যান ভানুয়া, নোসাইনা পোকানা, কিপলিন দোরিগা (উইকেটরক্ষক), টনি উরা, হিরি হিরি, গৌরি তোকা, সেসে বাউ, ড্যামিয়েন রাভু, কবুয়া ভাগি মোরেয়া, সিমন আতাই, জেসন কিলা, চাঁদ সোপার ও জ্যাক গার্ডনার।

ওমানের বিশ্বকাপ স্কোয়াড

জিসান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, খায়ার আলি, মোহাম্মদ নাদীম, আয়ান খান, সুরাজ কুমার, খুররাম খান, ফাইয়াজ বাট, সুফিয়ান মাহমুদ, নাসিম খুশি, বিল্লাল খান, কলিমউল্লাহ, নেস্টার ধাম্বা, সন্দ্বীপ গৌড়।

আয়ারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

অ্যান্ড্রু বিলিবার্নি (অধিনায়ক), মার্ক আদির, কার্টিস চাম্ফার, গ্রেথ ডিলানি, জর্জ ডকরেল, শেন গেটকাট, গ্রাহাম কেনেডি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককারথি, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টারলিং, হ্যারি হেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।

স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

কাইল কোয়েটজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন, ডাইলান বোয, ম্যাথিউ ক্রস, জস ডেভি, আলিস্টার ইভান্স, ক্রিস গ্রেভস, ওলি হেরিস, মাইকেল লিস্ক, কলাম মেক্লড, জর্জ মুন্সে, সাফিয়ান শরীফ, ক্রিস সোল, হামযা তারিক, ক্রেগ ওয়ালেস, মার্ক ওয়াট, ব্রাড উইল।

আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রশিদ খান, হজরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, হাশমতউল্লাহ শহীদী, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক),, মুজিব উর রহমান, করিম জানাত, গুলবাদিন নাইব, নাভিন উল হক, হামিদ হাসান, শরফউদ্দিন আশরাফ, দাওলাত জাদরান, শাপুর জাদরান, কাইস আহমেদ। সংরক্ষিত খেলোয়াড়: আফসার জাজাই, ফরিদ আহমদ মালিক।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড

কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাকয়, রবি রামপাল, ওশান থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, লেন্ডল সিমন্স। সংরক্ষিত খেলোয়াড়: জেসন হোল্ডার, ড্যারেন ব্রাভো, শেল্ডন কটরেল, আকিল হোসেইন।

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড

দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, অভিষ্কা ফার্নান্দো, চরিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, অকিলা ধনঞ্জয়া, মহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, প্রবীণ জয়বিক্রম। সংরক্ষিত খেলোয়াড়: নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা, লাহিরু কুমারা।

নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াড

জেরার্ড এরামাস (অধিনায়ক), স্টিফেন বার্ড, কার্ল বার্কেনস্টক, মিকাও দু প্রিজ, জান ফ্রাইলিঙ্ক, জেন গ্রিন, নিকল লফি ইয়াতন, বার্নাড স্কল্টজ, বেন শিকংগ, জেজে স্মিত, রুবেন ট্রাম্পেলমান, মাইকেল ভ্যান লিঙ্গেন, ডেভিড উয়াইস, ক্রেইগ উইলিয়ামস ও পিকি ইয়া ফ্রান্স। সংরক্ষিত খেলোয়াড়: মরিটাস এঙ্গুপিটাকে।

নেদারল্যান্ডস বিশ্বকাপ স্কোয়াড

পিটার সিলার (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, (সহ-অধিনায়ক), ফিলিপে বয়সেভেইন, ব্যাস ডি লিডে, পল ফন মিকেরেন, বেন কুপার, ম্যাক ও’ডাউড, স্কট এডওয়ার্ডস, রায়ান টেন ডেসকাট, টিম ফন ডার জুগটেন, রিওলেফ ফন ডার মারয়ে, ব্রান্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, লগান ফন বিক, স্টিফেন মাইবার্গ। সংরক্ষিত খেলোয়াড়: টবিয়াস ভিজে, শেন স্নাটার।