ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

তামিমার ইচ্ছাপূরণে ক্রিকেটার নাসির

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • / 157
নাসির হোসেন বাংলাদেশ ক্রিকেটের এক আলোচিত নাম। ফিনিসার হিসাবে জাতীয় দলে আসলেও এখন নিজেকে হারিয়ে আবারও খুঁজছেন। বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সর্বশেষ মাঠে নেমে ছিলেন ২০১৮ সালে। দীর্ঘ সাড়ে তিন বছর জাতীয় দলের বাইরে এই অলরাউন্ডার। তবে জাতীয় দলের জার্সিতে আবারো মাঠ মাঠাতে চান তিনি।

জাতীয় ক্রিকেট লিগ শুরু হচ্ছে আগামী মাস থেকে। আসন্ন এনসিএল সামনে রেখে অনুশীলনে নেমে পরেছে নাসির। তবে এবারে নাসিরের মাঠে ফেরাটা একটু অন্যরকম। কারণ স্ত্রীর ইচ্ছাপূরণে ঘরোয়া ক্রিকেটের এসব টুর্নামেন্টে ভালো করার মাধ্যমেই জাতীয় দলে ফেরার চেষ্টা করছেন তিনি।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাডেমির মাঠে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে, প্রসঙ্গক্রমে প্রশ্ন আসে নাসিরের স্ত্রী তামিমার সেই ইচ্ছার ব্যাপারে। উত্তরে তিনি বলেন, অবশ্যই চেষ্টা করবো। যতদিন ক্রিকেট খেলবো আমি চেষ্টা করবো জাতীয় দলে ফিরতে। এটাই সব খেলোয়াড়ের স্বপ্ন। আমারও স্বপ্ন আবার যাতে জাতীয় দলে কামব্যাক করতে পারি।

ভক্তদের উদ্দেশ্যে এই অলরাউন্ডার আরও বলেন, তাদের ভালোবাসার প্রতিদান আমি জাতীয় দলে ব্যাক করে দিতে চাই। তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে, তারা সবসময় আমাকে সাপোর্ট করে আসছে। তাদের কাছে আমি দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ আমি আবার জাতীয় দলে কামব্যাক করবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তামিমার ইচ্ছাপূরণে ক্রিকেটার নাসির

আপডেট : ০১:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
নাসির হোসেন বাংলাদেশ ক্রিকেটের এক আলোচিত নাম। ফিনিসার হিসাবে জাতীয় দলে আসলেও এখন নিজেকে হারিয়ে আবারও খুঁজছেন। বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সর্বশেষ মাঠে নেমে ছিলেন ২০১৮ সালে। দীর্ঘ সাড়ে তিন বছর জাতীয় দলের বাইরে এই অলরাউন্ডার। তবে জাতীয় দলের জার্সিতে আবারো মাঠ মাঠাতে চান তিনি।

জাতীয় ক্রিকেট লিগ শুরু হচ্ছে আগামী মাস থেকে। আসন্ন এনসিএল সামনে রেখে অনুশীলনে নেমে পরেছে নাসির। তবে এবারে নাসিরের মাঠে ফেরাটা একটু অন্যরকম। কারণ স্ত্রীর ইচ্ছাপূরণে ঘরোয়া ক্রিকেটের এসব টুর্নামেন্টে ভালো করার মাধ্যমেই জাতীয় দলে ফেরার চেষ্টা করছেন তিনি।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাডেমির মাঠে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে, প্রসঙ্গক্রমে প্রশ্ন আসে নাসিরের স্ত্রী তামিমার সেই ইচ্ছার ব্যাপারে। উত্তরে তিনি বলেন, অবশ্যই চেষ্টা করবো। যতদিন ক্রিকেট খেলবো আমি চেষ্টা করবো জাতীয় দলে ফিরতে। এটাই সব খেলোয়াড়ের স্বপ্ন। আমারও স্বপ্ন আবার যাতে জাতীয় দলে কামব্যাক করতে পারি।

ভক্তদের উদ্দেশ্যে এই অলরাউন্ডার আরও বলেন, তাদের ভালোবাসার প্রতিদান আমি জাতীয় দলে ব্যাক করে দিতে চাই। তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে, তারা সবসময় আমাকে সাপোর্ট করে আসছে। তাদের কাছে আমি দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ আমি আবার জাতীয় দলে কামব্যাক করবো।