বাংলাদেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ওমান
- আপডেট : ০২:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / 279
::যুগের কন্ঠ ডেস্ক::
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের পাশাপাশি আরও ১৮টি দেশের ওপরে থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করেছে ওমান। এর ফলে এসব দেশের ভ্যাকসিনের পূর্ণ ডোজ দেয়া নাগরিকদের ওমান প্রবেশে আর বাধা থাকলো না। সোমবার এ ঘোষণা দেয় ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। খবর দিয়েছে সৌদি গেজেটের।
আগামি ১লা সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে এ ঘোষণা কার্যকরি হবে। দেশটির সুপ্রিম কমিটির বিবৃতি এবং মেডিক্যাল রেসপন্স, পাবলিক হেলথ সেক্টর ও রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে একটি সার্কুলার জারি করেছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, এতদিন যেসব দেশ থেকে ওমান প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল সে তালিকা বাতিল করা হয়েছে। যে কোনো ওমানি নাগরিক, ওমানের বাসিন্দা এবং ওমানের ভিসাধারী এখন দেশটিতে প্রবেশ করতে পারবে। তবে সকল যাত্রীদের কিউআর কোড সম্বলিত কোভিড-১৯ ভ্যাকসিনের উভয় ডোজ গ্রহণের সনদ থাকতে হবে।
সর্বশেষ ডোজ গ্রহণের কমপক্ষে ১৪ দিন পর ওমান প্রবেশ করা যাবে। দেশটিতে কোন কোন ভ্যাকসিনের অনুমোদন রয়েছে তা আপডেট করবে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়।এছাড়া ওমান ভ্রমণের আগে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে পারলে তার জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়মও বাতিল করা হয়েছে। এই সনদেও কিউআর কোড থাকতে হবে। এছাড়া দীর্ঘ ফ্লাইটের ক্ষেত্রে ৯৬ ঘন্টা ও কাছাকাছি ফ্লাইটের ক্ষেত্রে ৭২ ঘন্টা পূর্বে এই পরীক্ষা সম্পন্ন হতে হবে। যাদের কোভিড নেগেটিভ সনদ থাকবে না তাদেরকে ওমানে নামার পর কোভিড পরীক্ষা করতে হবে। একইসঙ্গে ফলাফল পাওয়ার আগ পর্যন্ত বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে এবং এ সময় তাদের হাতে ইলেক্ট্রনিক ট্রাকিং ব্রেসলেট পরতে হবে।