শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইথিওপিয়ায় প্রথমবারের মতো হচ্ছে ‘আফ্রিকা বাংলাদেশ ট্রেড শো অ্যান্ড বিজনেস সামিট’

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অক্টোবর ১৭, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো ‘আফ্রিকা বাংলাদেশ ট্রেড শো অ্যান্ড বিজনেস সামিট ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়।

আগামী ১২ ও ১৩ নভেম্বর এই সামিট অনুষ্ঠিত হবে। এই আয়োজনটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশের ইথিওপিয়া দূতাবাস এবং আফ্রিকা বাংলাদেশ বিজনেস ফোরাম। ইভেন্টের ভেন্যু নির্ধারিত হয়েছে ডে লিওপোল হোটেল।

আফ্রিকা বাংলাদেশ বিজনেস ফোরামের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইভেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস, তৈরি পোশাক, প্লাস্টিক, চামড়া, জুট ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পখাতের প্রতিষ্ঠানসমূহ।

অপরদিকে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আগত ব্যবসায়ী, আমদানিকারক, সরকারি কর্মকর্তা ও চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, যারা বাংলাদেশের পণ্যের সাথে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন।

সামিটের বিষয়ে ফোরামের প্রেসিডেন্ট জহিরুল হক বলেন, এই সম্মেলন হবে আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের নতুন যুগের সূচনা। আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের তৈরি পণ্যকে আফ্রিকার ৫৪টি দেশে পৌঁছে দিতে কাজ করছি। বিশেষভাবে এই ইভেন্টে আমরা আমাদের ডিজিটাল বাণিজ্য প্ল্যাটফর্ম ‘কিংমানসা’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করব, যা বাংলাদেশি রপ্তানিকারকদের আফ্রিকান বাজারে প্রবেশের জন্য এক অনন্য সুযোগ তৈরি করবে।’