বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইনিংস ব্যবধানে জিতল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

প্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে একমাত্র টেস্টে জয়টা এসেছে ইনিংস ও ৭৩ রানের ব্যবধানে। এ নিয়ে ১২ বছরের মধ্যে এই প্রথম ঘরের মাঠে টেস্ট জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে।

প্রথম ইনিংসে মাত্র ১২৭ রানে গুটিয়ে গিয়েছিল আফগানরা। জবাবে বেন কারানের (১২১) সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৫৯ রানের পুঁজি গড়ে আফ্রিকার দলটি। যদিও আফগানদের হয়ে জিয়াউর রহমান শিকার করেন ৭ উইকেট। গতকাল হাশমাতুল্লাহ শহীদিদের দ্বিতীয় ইনিংস থেমে যায় মাত্র ১৫৯ রানে। ফাইফার পান এনগারাভা। যে কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে আর মাঠে নামতে হয়নি স্বাগতিকদের।

সংক্ষিপ্ত স্কোর :

আফগানিস্তান প্রথম ইনিংস : ১২৭/১০ ও দ্বিতীয় ইনিংস : ১৫৯/১০, ৪৩ ওভার (ইব্রাহিম ৪২, বাহির ৩২, জাজাই ১৮, ইসমত ১৬, ইয়ামিন ১৩*; মুজারাবানি ৩/৪৮, এনগারাভা ৫/৩৭ ও চিভাঙ্গা ২/৪০)।

জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ৩৫৯/১০, ১০৩ ওভার (কারান ১২১, রাজা ৬৫, ওয়েলচ ৪৯, ইভান্স ৩৫* ও টেলল ৩২; জিয়াউর ৭/৯৭ ও ইসমত ২/৫১)।

ফল : জিম্বাবুয়ে ইনিংস ও ৭৩ রানে জয়ী।

ম্যাচসেরা : বেন কারান।