বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

বিনোদন রিপোর্টার
অক্টোবর ২২, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে। মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি ১০ বিলিয়ন ডলার আয় করেছে।

জাপানি সিনেমার ইতিহাসে এটি দ্রুততম ১০ বিলিয়ন স্পর্শের ঘটনা। বাংলাদেশের দর্শকরাও দারুণভাবে গ্রহণ করেছে ছবিটিকে। গেল মাসে স্টার সিনেপ্লেক্সে মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া দেখা গেছে।

সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন একটি জাপানি অ্যানিমে সিরিজের ছবি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। এবারের ছবির নাম ‘চেইনসো ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’। এটি একটি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা যা তাতসুকি ফুজিমোটোর মাঙ্গা সিরিজ চেইনস ম্যান-এর উপর ভিত্তি করে নির্মিত।

১৯ সেপ্টেম্বর জাপানে মুক্তি পেয়েছে ছবিটি। আর আন্তর্জাতিকভাবে এটি মুক্তি পেতে যাচ্ছে ২৪ অক্টোবর। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘চেইনসো ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’। মুক্তির পর থেকে জাপানে টানা চতুর্থ সপ্তাহ বক্স অফিসে শীর্ষস্থান দখল করে আছে এই ছবি। প্রথম সপ্তাহে আয় করে প্রায় এক বিলিয়ন ডলার। ছবির পরিচালক তাতসুয়া ইয়োশিহারা, যিনি প্রথম সিজনের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন এবং চতুর্থ ও দশম পর্ব পরিচালনা করেছিলেন।

এই সিনেমা মূলত ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ও নিজের পরিচয় নিয়ে লড়াইয়ের গল্প যেখানে একদিকে আছে মানবতা, আরেকদিকে দানবের জগৎ। একদিকে রেজ-এর দায়িত্ব, অন্যদিকে তার আবেগ-এই দুইয়ের মধ্যে সে আটকে পড়ে। শেষে যখন ডেনজি তার আসল পরিচয় জেনে ফেলে, তখন শুরু হয় ভয়ংকর যুদ্ধ। চেইনসো ম্যান হয়ে ডেনজি দানব শিকারী সংস্থাতে যুক্ত হয়। এরপরই তার জীবনে প্রবেশ করে রেজ নামক রহস্যময় এক মহিলা যিনি ক্যাফেতে কাজ করেন। প্রথম দিকে গল্পটা একটু রোমান্টিক পথ ধরে এগিয়ে যায়।

ছবিটির প্রাথমিক সাফল্য দেখে ধারণা করা হচ্ছে ডেমন ¯ স্লেয়ার-এর মতো এটিও চমক সৃষ্টি করবে। এরইমধ্যে জাপানের বাইরে বিশ্বের অন্যান্য দেশে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ লক্ষ্য করা গেছে। তবে কিছু কিছু দৃশ্যের জন্য শিশু কিশোরদের ছবিটি দেখা থেকে বিরত থাকার কথাও বলা হচ্ছে।