শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

জয়পুরহাট প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের “পাঁচবিবি নছির মন্ডল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত বুধবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে বিভিন্ন খেলাধুলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। পরে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আখতারুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জল হোসেন, পাঁচবিবি লাল বিহারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান। বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শ্রী নির্মল টুডু, আব্দুল
মোতালেব হোসেন, মো. আনোয়ার হোসেন, আব্দুল্লাহ্ হাসান ও মো. মোতালেব আলম সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী কর্মচারী ও অভিভাবকগণ।

সর্বশেষ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান, নাচ, কৌতুক ও কবিতা আবৃতি করেন।