ক্লাসে যেতে পারলো না ৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী
- আপডেট : ১২:৫৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / 156
দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানের আসতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ধাক্কা সামলাতে না পেরে সিলেটে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে ৩৪টি কিন্ডারগার্টেন স্কুল। ফলে শিক্ষা-কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে ৩০ থেকে ৩৫ ভাগ শিক্ষার্থী।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মওদুদ আহমদ বলেন, দীর্ঘদিন এসব প্রতিষ্ঠান বন্ধ থাকায় ভবনের ভাড়া বহন করতে না পেরে স্কুলগুলো বন্ধ করে দিতে হয়েছে। বাকি স্কুল খুললেও শিক্ষার্থীদের একটা বড় অংশ বিদ্যালয়ে আসেনি। তবে যারা এসেছে তাদের চোখেমুখে আমরা আনন্দ দেখেছি।
সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাগুফতা মেহরীন জানায়, করোনায় স্কুল বন্ধ থাকায় অনলাইনে সে ক্লাস করেছে। কিন্তু সেই পাঠদান অতটা প্রাণবন্ত ছিল না। বিদ্যালয়ে সশরীরে এসে প্রিয় শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে ক্লাস করতে পেরে যেন দেড় বছর আগের সেই স্বাদ ফিরে পেয়েছে। স্কুলে আসতে পেরে ভালো লাগছে।