আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করতে যাচ্ছে বিএনপি।
তারই ধারাবাহিকতায় দেশব্যাপী ৩০০ নির্বাচনী আসনে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল মাঠপর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে।
কেন্দ্রীয় দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০০ আসনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান ও সাবেক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সমন্বয়ে সাংগঠনিক টিম প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকায় সিলেট- ৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) এর টিম প্রধান এর দায়িত্ব পেয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক আহমেদ কামরান রাশেদ।
