বিভিন্ন রোগে আক্রান্ত খালেদা জিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • / 181

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ফটো

::নিজস্ব প্রতিবেদক::

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিভিন্ন রোগে আক্রান্ত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর বেরাইদে নিম গাছ রোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। ‘ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে’ এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনো বন্দি অভিযোগ করে ফখরুল বলেন, ‘তিনি অত্যন্ত অসুস্থ। আল্লাহর রহমতে করোনা থেকে মুক্ত হলেও দীর্ঘ চার বছর তার কোন চিকিৎসা হয়নি। এছাড়াও কারাগারে রাখার কারণে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তার হার্ট, কিডনি ও লিভারে সমস্যা তৈরি হয়েছে। আর যেটা তাকে কষ্ট দেয়, আর্থারাইটিস তো আছেই। সবগুলো মিলে তিনি এখন অনেক অসুস্থ আছেন।’

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছেন। সেই সুযোগ চেয়ারপারসনকে তার দেয়নি।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা করে দেয়া হোক এবং তাকে মুক্তি দেয়া হোক।’

এদিকে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা করছেন। পোস্ট কোভিডসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে খালেদা জিয়া গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর ৬ দিন পরে (৩ মে) তিনি শ্বাসকষ্ট অনুভব করলে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে অবস্থার উন্নতি হলে গত ৩ জুন চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে কেবিন ফিরিয়ে আনা হয়।

গত ১৪ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা’য় করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। গত ৯ মে তিনি করোনামুক্ত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিভিন্ন রোগে আক্রান্ত খালেদা জিয়া

আপডেট : ১১:০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
::নিজস্ব প্রতিবেদক::

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিভিন্ন রোগে আক্রান্ত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর বেরাইদে নিম গাছ রোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। ‘ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে’ এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনো বন্দি অভিযোগ করে ফখরুল বলেন, ‘তিনি অত্যন্ত অসুস্থ। আল্লাহর রহমতে করোনা থেকে মুক্ত হলেও দীর্ঘ চার বছর তার কোন চিকিৎসা হয়নি। এছাড়াও কারাগারে রাখার কারণে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তার হার্ট, কিডনি ও লিভারে সমস্যা তৈরি হয়েছে। আর যেটা তাকে কষ্ট দেয়, আর্থারাইটিস তো আছেই। সবগুলো মিলে তিনি এখন অনেক অসুস্থ আছেন।’

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছেন। সেই সুযোগ চেয়ারপারসনকে তার দেয়নি।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা করে দেয়া হোক এবং তাকে মুক্তি দেয়া হোক।’

এদিকে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা করছেন। পোস্ট কোভিডসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে খালেদা জিয়া গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর ৬ দিন পরে (৩ মে) তিনি শ্বাসকষ্ট অনুভব করলে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে অবস্থার উন্নতি হলে গত ৩ জুন চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে কেবিন ফিরিয়ে আনা হয়।

গত ১৪ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা’য় করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। গত ৯ মে তিনি করোনামুক্ত হন।