করোনামুক্ত খালেদা জিয়া
প্রতিনিধির নাম
- আপডেট : ০২:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / 361
::নিজস্ব প্রতিবেদক::
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনিয়র নেতা বৃহস্পতিবার বাংলাদেশ জার্নালকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রটি জানায়, বেগম জিয়ার করোনা নেগেটিভ এসেছে। কিন্তু উনার ফুসফুস থেকে তিন ব্যাগ ফ্লুইড বের করা হয়েছে। কিন্তু করোনা ভালো হলেও তার শারীরিক অবস্থা ভালো নয়, এজন্য পরিবার ও দল উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চাচ্ছেন।
নমুনা পরীক্ষার ফলাফলে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজেটিভ শনাক্ত হয়। পরে গত ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত সোমাবার শ্বাসকষ্ট অনুভব করায় খালেদা জিয়াকে কেবিন থেকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। এখনো সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন।