আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান ফখরুলের
- আপডেট : ১১:২৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / 161
বৃহস্পতিবার রাজধানীর গোরানে ফ্রেন্ডস কনভেনশন সেন্টারে ঢাকা-১০ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ‘করোনা হেল্প সেল’ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
সরকার হটানোর আন্দোলন প্রসঙ্গে নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি আগাম আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানাচ্ছি। আমাদেরকে রাস্তায় নামতে হবে, সোচ্চার হতে হবে। আর আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ সরকার তাদেরকে পরাজিত করতে হবে।
‘তাদেরকে বাধ্য করতে হবে যে, নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনেরে পরিচালনায় দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয়ার মধ্য দিয়ে জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধিকে নির্বাচিত করবে, সরকার গঠন করবে।
নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল আরও বলেন, আমাদেরকে এখন উঠে দাঁড়াতে হবে। আমরা ১০ থেকে ১২ বছর ধরে সংগ্রাম ও লড়াই করছি। আমাদের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের ৫‘শ বেশি ভাই গুম হয়ে গেছে, আমাদের হাজারের উপর মানুষ খুন হয়ে গেছে, আমাদের অনেককে হাটুতে গুলি করে পঙ্গু করে দিয়েছে। সুতরাং আন্দোলন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।
‘তাই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ও আমাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। বিশেষ করে তরুণ- যু্বক যারা আছেন তাদেরকে জেগে উঠতে হবে। পরিবর্তনে আসে সবসময় তরুণদের মাধ্যমে, তাদের নেতৃত্বে, তাদের বীরত্ব ও তাদের সাহসিকতার মধ্য দিয়ে। এখন কাজ করতে হবে তরুন যুবকদের।’
গণটিকার নামে গণসংক্রমণ চলছে মন্তব্য করে তিনি বলেন, গণটিকার কথা বলে তারা গণসংক্রমণ বাড়িয়েছে। টিকা ঠিক মতো দিতে পারে নাই। এই যে টিকা বাজারে বিক্রি হচ্ছে। ধরা পড়ে চ্যালেঞ্জ করেছে। র্যাব ধরে নিয়ে গেছে-পত্রিকায় উঠেছে। দিস আর ফ্যাকটস।
অপহরণের সাথে জড়িত থাকার আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, আজকের পত্রিকায় দেখবেন দিনাজপুরে একজন এএসপিসহ ৫ জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে। কেনো ? অপহরণ করার দায়ে। যাবে কোথায় মানুষ। পুলিশের অফিসাররা যদি অপহরণ করে, ৫০ লক্ষ টাকা চায় দেশের মানুষ যাবে কার কাছে?
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।