উইকেট ভালো করা গেলে প্রস্তুতি ভালো হবে
প্রতিনিধির নাম
- আপডেট : ০১:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / 145
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পায় টিম-বাংলাদেশ। স্লো উইকেট বানিয়ে সফরকারী নিউজিল্যান্ডকে চেপে ধরেছে টাইগাররা। অস্ট্রেলিয়ার মতোই স্লো উইকেটে হয়েছে নিউজিল্যান্ড সিরিজেও। যার ফলে মাঠের খেলায় বিভ্রান্ত কিউই দল। টি-টোয়েন্টির প্রথম ম্যাচে লড়াইয়ের ছিটেফোঁটাও দেখাতে পারেনি ব্ল্যাকক্যাপস। প্রথম ম্যাচেই টাইগাররা বোলাদের সামনে অসহায় আত্মসমর্পণ করে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোরে অল আউট হয়েছে নিউজিল্যান্ড।
এবার সেই স্লো উইকেট নিয়ে কথা বলেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। বৃহস্পতিবার তিনি বলেন, অনুরোধ করেছি আরও ভালো উইকেট রাখার। উইকেট আরও ভালো করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আমরা বলেছি- উইকেট আরও একটু ভালো করা গেলে প্রস্তুতি আরও ভালো হবে।
আকরাম খান আরও বলেন, আরেকটা ব্যাপার হল হ্যাঁ, এখনকার আবহাওয়ার কারণে উইকেট শুকানো যাচ্ছে না। উইকেটে কভার দিয়ে রেখেছি। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে যেমন উইকেট পাই, বছরের এই সময়ে এমন উইকেট পাই না। এখন ভালো উইকেট আশা করা কঠিন।
উল্লেক্ষ্য, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের বাকি চার টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়া সিরিজের মতো মিরপুরে হবে নিউজিল্যান্ডের সবগুলো ম্যাচ।