তুরাগে ট্রলারডুবি: এবার মা-মেয়ের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৫৮:৫৩ অপরাহ্ন, সোমাবার, ১১ অক্টোবর ২০২১
  • / 175
রাজধানীর আমিনবাজার সংলগ্ন তুরাগ নদে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। তাদের একজন রূপায়ন বেগম (৩০) এবং তার মেয়ে জেসমিনে (৩)।

এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট সাতজনের মরদেহ উদ্ধার হল।

নৌ পুলিশের আমিনবাজার থানার ওসি আলমগীর শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বেলা ১১টার দিকে আমিন বাজার সেতুর নিচে রূপায়ন বেগমের মরদেহ ভেসে ওঠে। আর নৌ পুলিশ মুন্সিগঞ্জের মুক্তার পুর থেকে জেসমিনের মৃতদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, গত শনিবারের ওই দুর্ঘটনার পর পাঁচজনের মৃতদেহ পাওয়া গেলেও দুজন নিখোঁজ ছিল।

শনিবার সকালের দিকে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি। এদিন অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেন।

রূপায়ন বেগমের ছেলে আরমান (৪), রূপায়নের বোন শিউলি বেগম (২০) এবং শিউলির ছেলে ইমরানও (৩) ছিল ওই পাঁচজনের মধ্যে।

নৌপুলিশ কর্মকর্তা আলমগীর শেখ জানিয়েছেন, ওই দুর্ঘটনার পর সাভার থানায় একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরাগে ট্রলারডুবি: এবার মা-মেয়ের লাশ উদ্ধার

আপডেট : ০১:৫৮:৫৩ অপরাহ্ন, সোমাবার, ১১ অক্টোবর ২০২১
রাজধানীর আমিনবাজার সংলগ্ন তুরাগ নদে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। তাদের একজন রূপায়ন বেগম (৩০) এবং তার মেয়ে জেসমিনে (৩)।

এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট সাতজনের মরদেহ উদ্ধার হল।

নৌ পুলিশের আমিনবাজার থানার ওসি আলমগীর শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বেলা ১১টার দিকে আমিন বাজার সেতুর নিচে রূপায়ন বেগমের মরদেহ ভেসে ওঠে। আর নৌ পুলিশ মুন্সিগঞ্জের মুক্তার পুর থেকে জেসমিনের মৃতদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, গত শনিবারের ওই দুর্ঘটনার পর পাঁচজনের মৃতদেহ পাওয়া গেলেও দুজন নিখোঁজ ছিল।

শনিবার সকালের দিকে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি। এদিন অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেন।

রূপায়ন বেগমের ছেলে আরমান (৪), রূপায়নের বোন শিউলি বেগম (২০) এবং শিউলির ছেলে ইমরানও (৩) ছিল ওই পাঁচজনের মধ্যে।

নৌপুলিশ কর্মকর্তা আলমগীর শেখ জানিয়েছেন, ওই দুর্ঘটনার পর সাভার থানায় একটি মামলা করা হয়েছে।