ফের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রতিনিধির নাম
  • আপডেট : ১০:৪৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • / 171
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এবার এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের পূর্ব পাশে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে স্বপন কুমার সরকার (৬২) নামের ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন।

তিনি জানান, নিহত স্বপন কুমার গেণ্ডারিয়ায় থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। তাকে চাপা দেয়া গাড়িটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা বহনের কাজে ব্যবহার করা হতো বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, আরও বিস্তারিত জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। বৃদ্ধকে চাপা দেয়া গাড়ির চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। স্বপন কুমারের মরদেহ ওয়ারী থানায় রাখা হয়েছে, ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বপন কুমার সরকার রিকশায় যাচ্ছিলেন। ময়লার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

রাজধানীতে এর আগে ২৪ নভেম্বর গুলিস্তান এলাকায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামের নটর ডেমের এক শিক্ষার্থী নিহত হন। পরদিনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক ময়লার গাড়ির ধাক্কায় বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো প্রাণ যায় আহসান কবির খান। তিনি একটি জাতীয় দৈনিকের সাবেক কর্মী ছিলেন।

এছাড়া ২ ডিসেম্বর উত্তর সিটি করপোরেশনেরই এক ময়লার গাড়ি যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিলে আরজু বেগম নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

আপডেট : ১০:৪৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এবার এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের পূর্ব পাশে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে স্বপন কুমার সরকার (৬২) নামের ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন।

তিনি জানান, নিহত স্বপন কুমার গেণ্ডারিয়ায় থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। তাকে চাপা দেয়া গাড়িটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা বহনের কাজে ব্যবহার করা হতো বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, আরও বিস্তারিত জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। বৃদ্ধকে চাপা দেয়া গাড়ির চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। স্বপন কুমারের মরদেহ ওয়ারী থানায় রাখা হয়েছে, ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বপন কুমার সরকার রিকশায় যাচ্ছিলেন। ময়লার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

রাজধানীতে এর আগে ২৪ নভেম্বর গুলিস্তান এলাকায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামের নটর ডেমের এক শিক্ষার্থী নিহত হন। পরদিনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক ময়লার গাড়ির ধাক্কায় বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো প্রাণ যায় আহসান কবির খান। তিনি একটি জাতীয় দৈনিকের সাবেক কর্মী ছিলেন।

এছাড়া ২ ডিসেম্বর উত্তর সিটি করপোরেশনেরই এক ময়লার গাড়ি যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিলে আরজু বেগম নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।