বইমেলায় সাজ্জাদ চিশতীর ‘আমাদেরও আছে একজন শেখ হাসিনা’

অনলাইন ডেস্ক
  • আপডেট : ০৫:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • / 615

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতীর কলাম সংকলন ‘আমাদেরও আছে একজন শেখ হাসিনা’। বইটি প্রকাশ করছে উষার দুয়ার প্রকাশনী।

সাজ্জাদ হোসেন চিশতী সমসাময়িক বিভিন্ন বিষয়ে জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইনে কলাম লিখে থাকেন। সেসব প্রকাশিত কলাম নিয়ে প্রকাশিত হয়েছে এই বইটি।

বইটির মুখবন্ধ লিখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

সাজ্জাদ হোসেন চিশতী বলেন, ‘সমসাময়িক বিষয়ে বিভিন্ন লেখা একত্রিত করে বইটি প্রকাশ করা হয়েছে। বইটি পড়লে পাঠকরা অনেক অজানা বিষয় জানতে পারবেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সস্পর্কেও অনেক কিছু জানতে পারবেন।’

বাংলাদেশের সাংবাদিক জগতের একটি পরিচিত মুখ সাজ্জাদ হোসেন চিশতী। তিনি বর্তমানে কর্মরত আছেন অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি’তে। এর আগে তিনি ডেইলি অবজারভার, সমকাল, যুগান্তর, মানবকণ্ঠসহ দেশের প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য। তিনি সাবেক ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বইমেলায় সাজ্জাদ চিশতীর ‘আমাদেরও আছে একজন শেখ হাসিনা’

আপডেট : ০৫:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতীর কলাম সংকলন ‘আমাদেরও আছে একজন শেখ হাসিনা’। বইটি প্রকাশ করছে উষার দুয়ার প্রকাশনী।

সাজ্জাদ হোসেন চিশতী সমসাময়িক বিভিন্ন বিষয়ে জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইনে কলাম লিখে থাকেন। সেসব প্রকাশিত কলাম নিয়ে প্রকাশিত হয়েছে এই বইটি।

বইটির মুখবন্ধ লিখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

সাজ্জাদ হোসেন চিশতী বলেন, ‘সমসাময়িক বিষয়ে বিভিন্ন লেখা একত্রিত করে বইটি প্রকাশ করা হয়েছে। বইটি পড়লে পাঠকরা অনেক অজানা বিষয় জানতে পারবেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সস্পর্কেও অনেক কিছু জানতে পারবেন।’

বাংলাদেশের সাংবাদিক জগতের একটি পরিচিত মুখ সাজ্জাদ হোসেন চিশতী। তিনি বর্তমানে কর্মরত আছেন অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি’তে। এর আগে তিনি ডেইলি অবজারভার, সমকাল, যুগান্তর, মানবকণ্ঠসহ দেশের প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য। তিনি সাবেক ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।