চাকরীচ্যুত শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন
- আপডেট : ০৬:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / 188
রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি জানান গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা।
এসময় বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী বলেন, শরীফ উদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ, তা স্পষ্ট করা হোক। আমরাও জানতে চাই, তার অপরাধ কী ছিল, কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো।
হারুন চৌধুরী আরও বলেন, আমরা এ দেশে কোনো বিশৃঙ্খলা চাই না। এই স্বাধীন দেশে আবার কোনো আন্দোলনে যেতে চাই না। তাই সরকারের কাছে দাবি জানাই, দুর্নীতি দমন কমিশনের ওপর সরকারসহ প্রভাবশালীদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। শরীফ উদ্দিনের চাকরি ফিরিয়ে দিতে হবে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, আজকে কোনো প্রশাসন নেই। কেউ কোনো কথা বলতে পারেন না। দেশে আজ বাক্স্বাধীনতা হরণ করা হয়েছে। শরীফের বিষয়টি জনগণের জানার অধিকার আছে। সরকারি কর্মকর্তাদের জবাবদিহি থাকতে হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন আল রশিদ খান, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
উল্লেখ্য, শরীফ উদ্দিন দুদকের উপ-সহকারী পরিচালক ছিলেন। চট্টগ্রামে দায়িত্ব পালনের সাড়ে তিন বছরের মাথায় গত বছরের ৩০ জুন শরীফকে পটুয়াখালীতে বদলি করা হয়। আর ১৬ ফেব্রুয়ারি কোনো কারণ উল্লেখ না করেই তাকে চাকরীচ্যুত করে দুদক।