টানা চারদিন পর করোনায় একজনের মৃত্যু
অনলাইন ডেস্ক
- আপডেট : ০৭:৩২:১৫ অপরাহ্ন, সোমাবার, ৪ এপ্রিল ২০২২
- / 204
গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর আগে টানা চারদিন করোনায় কারও মৃত্যু হয়নি দেশে। ভাইরাসটিতে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১২৩ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত একদিনে দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৮৩১ জনে।
গত একদিনে ৭ হাজার ৭৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৭৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। আগের দিন শনিবার শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৪ হাজার ৩৫২ জন।