ভারতে করোনায় ৩ লাখের নিচে শনাক্ত
- আপডেট : ০৬:৩৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / 242
ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৭০ জন। আর মারা গেছেন তিন হাজার ৮৭৪ জন। এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৪শ ৫ জন। মোট মৃত্যুর সংখ্যা দুই লাখ ৮৭ হাজার ১২২ জন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় ২০ লাখ ৫৫ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়, যা একদিনে দেশটিতে সর্বোচ্চ। এই সময়ে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭৬ হাজার ৭০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৪০৫ জনে। এর আগে গতকাল আক্রান্ত হয়েছিল দুই লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। আর মারা গেছেন তিন হাজার ৮৭৪ জন। যা গতকালের রেকর্ড সাড়ে চার হাজার মৃত্যুর থেকে কম।
করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে আগের ৩ সপ্তাহের তুলনায়। এই প্রথমবার দ্বিতীয় ওয়েভের সংক্রমণের পর দেশটির বেশ কিছু অংশে সংক্রমণ কমতে দেখা গেছে।