কাবুলে খুলেছে ব্যাংক, ভিড়-বিশৃঙ্খলা
- আপডেট : ১১:২৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / 141
যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট তালেবান কাবুলের ক্ষমতাগ্রহণের পর শহরটির প্রায় সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এতে সাধারণ লোকজন চরম বিপাকে পড়েন।
তালেবানরা কাবুলে প্রবেশের পর হতাহতের ঘটনা ঘটতে পারে – এমন শঙ্কা থেকেই ব্যাংক বন্ধ রাখা হয়েছিল। ইতোমধ্যে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৭০০ কোটি ডলার জব্দ করেছে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ। ওই অর্থ সাবেক আশরাফ গানি সরকারের আমলে যুক্তরাষ্ট্রের ব্যাংকটিতে জমা রেখা হয়েছিল।
আল জাজিরার খবরে বলা হয়, আফগানিস্তানের জন্য বরাদ্দ ৪৬ কোটি ডলার তহবিলও কেটে নিয়েছে আইএমএফ। এ প্রেক্ষাপটে লাখ লাখ আফগান এটিএম বুথের দিকে ছুটছেন নগদ অর্থের জন্য। কিন্তু সেখানেও রয়েছে তারল্য সংকট।
অভিযোগ আছে, ব্যাংক হিসেবে অর্থ থাকলেও অনেকে তা তুলতে পারছেন না। এভাবে তারল্য সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন লাখো আফগান।