মডার্নার আরও ১০ লাখ টিকার ব্যবহার স্থগিত করলো জাপান

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:২১:৩২ অপরাহ্ন, সোমাবার, ৩০ অগাস্ট ২০২১
  • / 178
জাপানের রাজধানী টোকিওর গুনমা এলাকায় রোববার মডার্নার টিকায় একধরনের দূষনের সন্ধান মিলেছে। আগের দিন মডার্নার টিকা নেয়া দুজনের মৃত্যুর পর জরুরীভিত্তিতে গবেষণাগারে পরীক্ষানিরীক্ষায় রোববার এ দূষণ ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে ১০ লাখসহ দুই দফায় মোট ২৬ লাখের বেশি মডার্নার টিকার ব্যবহার স্থগিত ঘোষণা করেছে জাপান।

দেশটির টিকা বিষয়ক তথ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কোভ-ন্যাভি’র ভাইস চেয়ার ডা. তাকাহিরো কিনোশিতা মডার্নার টিকা ব্যবহার স্থগিতের কথা জানান। টিকা নেয়ার পর দুজনের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, গবেষণাগারে টিকায় যে ক্ষতিকর উপাদান পাওয়া গেছে, এই দুষণের কারণে সরাসরি মৃত্যু হওয়ার কথা নয়। যদি দূষণের ফলে মৃত্যুর আশঙ্কা থাকতো, তাহলে বহু মানুষের মৃত্যু হতো। তবে, দূষণের ক্ষতি সম্পর্কে বাড়তি গবেষণা অবশ্যই প্রয়োজন।

এর আগে, গত বৃহস্পতিবার দূষণের কারণে জাপানে মডার্নার টিকার তিনটি লটের ১৬ লাখ ৩০ হাজার ডোজ বাতিল ঘোষণা করা হয়। দেশটির ৮৬৩টি টিকাকেন্দ্রে ওই টিকা পাঠানো হয়েছিল। লোকজনকে টিকা দেওয়াও চলছিল। টিকাগুলোর অনেক শিশিতে দূষণের প্রমাণ পাওয়া যায়। পরে সতর্কতার অংশ হিসেবে সেগুলোর ব্যবহার বন্ধ রাখা হয়।

এদিকে করোনারডেলটা ভ্যারিয়্যান্টের প্রকোপে পর্যুদস্ত জাপান। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। চলতি মাসে দৈনিক সংক্রমণ ২৫ হাজার ছাড়িয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মডার্নার আরও ১০ লাখ টিকার ব্যবহার স্থগিত করলো জাপান

আপডেট : ১২:২১:৩২ অপরাহ্ন, সোমাবার, ৩০ অগাস্ট ২০২১
জাপানের রাজধানী টোকিওর গুনমা এলাকায় রোববার মডার্নার টিকায় একধরনের দূষনের সন্ধান মিলেছে। আগের দিন মডার্নার টিকা নেয়া দুজনের মৃত্যুর পর জরুরীভিত্তিতে গবেষণাগারে পরীক্ষানিরীক্ষায় রোববার এ দূষণ ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে ১০ লাখসহ দুই দফায় মোট ২৬ লাখের বেশি মডার্নার টিকার ব্যবহার স্থগিত ঘোষণা করেছে জাপান।

দেশটির টিকা বিষয়ক তথ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কোভ-ন্যাভি’র ভাইস চেয়ার ডা. তাকাহিরো কিনোশিতা মডার্নার টিকা ব্যবহার স্থগিতের কথা জানান। টিকা নেয়ার পর দুজনের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, গবেষণাগারে টিকায় যে ক্ষতিকর উপাদান পাওয়া গেছে, এই দুষণের কারণে সরাসরি মৃত্যু হওয়ার কথা নয়। যদি দূষণের ফলে মৃত্যুর আশঙ্কা থাকতো, তাহলে বহু মানুষের মৃত্যু হতো। তবে, দূষণের ক্ষতি সম্পর্কে বাড়তি গবেষণা অবশ্যই প্রয়োজন।

এর আগে, গত বৃহস্পতিবার দূষণের কারণে জাপানে মডার্নার টিকার তিনটি লটের ১৬ লাখ ৩০ হাজার ডোজ বাতিল ঘোষণা করা হয়। দেশটির ৮৬৩টি টিকাকেন্দ্রে ওই টিকা পাঠানো হয়েছিল। লোকজনকে টিকা দেওয়াও চলছিল। টিকাগুলোর অনেক শিশিতে দূষণের প্রমাণ পাওয়া যায়। পরে সতর্কতার অংশ হিসেবে সেগুলোর ব্যবহার বন্ধ রাখা হয়।

এদিকে করোনারডেলটা ভ্যারিয়্যান্টের প্রকোপে পর্যুদস্ত জাপান। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। চলতি মাসে দৈনিক সংক্রমণ ২৫ হাজার ছাড়িয়ে গেছে।