পিরোজপুরে পৃথক মামলায় জামিন পেলেন মেয়র দম্পতি

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:২৭:১৬ পূর্বাহ্ন, সোমাবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • / 166

মেয়র দম্পতি

পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমানসহ ২৯ আসামিকে দুদকের পৃথক মামলায় জামিন দিয়েছেন আদালত।

সোমবার জেলা ও দায়রা জজ মো. মুহিদুজ্জামান তাদের জামিন আবেদন মঞ্জুর করে। আগামী ২০ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এর আগে ২৮ মার্চ দুই মামলায় পৌর মেয়র দম্পতি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

চলতি বছরের ২৮ মার্চ মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের উপ পরিচালক আলী আকবর বাদী হয়ে মেয়র ও তার স্ত্রীকে অভিযুক্ত করে জ্ঞাত আয়বর্হিভূত ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকার সম্পদ এবং অন্যটিতে মেয়র ও কাউন্সিলর আব্দুস সালামসহ ২৭ জনের বিরুদ্ধে নিয়োগে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিরোজপুরে পৃথক মামলায় জামিন পেলেন মেয়র দম্পতি

আপডেট : ১১:২৭:১৬ পূর্বাহ্ন, সোমাবার, ৬ সেপ্টেম্বর ২০২১
পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমানসহ ২৯ আসামিকে দুদকের পৃথক মামলায় জামিন দিয়েছেন আদালত।

সোমবার জেলা ও দায়রা জজ মো. মুহিদুজ্জামান তাদের জামিন আবেদন মঞ্জুর করে। আগামী ২০ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এর আগে ২৮ মার্চ দুই মামলায় পৌর মেয়র দম্পতি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

চলতি বছরের ২৮ মার্চ মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের উপ পরিচালক আলী আকবর বাদী হয়ে মেয়র ও তার স্ত্রীকে অভিযুক্ত করে জ্ঞাত আয়বর্হিভূত ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকার সম্পদ এবং অন্যটিতে মেয়র ও কাউন্সিলর আব্দুস সালামসহ ২৭ জনের বিরুদ্ধে নিয়োগে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়।