ম্যাক্সিকোয় ভয়াবহ বন্যায় হাসপাতালে ১৭ রোগীর মৃত্যু
- আপডেট : ১০:১৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / 155
হিদালগো প্রদেশে প্রবল বৃষ্টিতে একটি নদীর বাধ ভেঙ্গে এ বন্যা দেখা দেয়। পরে বন্যায় ওই হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। এতে হাসপাতালের অক্সিজেন সেবাও ব্যহত হয়, মারা যান অন্তত ১৭ রোগী।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মৃত রোগীদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন কোভিড আক্রান্ত, যারা হাসপাতালে অক্সিজেন সেবা নিচ্ছিলেন। পরে ওই হাসপাতাল থেকে আরও ৪০ রোগীকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
জানা যায়, বন্যা পরিস্থিতির মধ্যে হিদালগো প্রদেশের গভর্নর ওমর ফায়াদ নদীতে নৌকা দিয়ে যাচ্ছিলেন। তার নৌকাটি প্রবল স্রোতে ডুবে যায়। পরে তাকেও উদ্ধার করা হয়েছে। এক টুইটে ওমর ফায়াদ জানান, তিনি ‘সুস্থ ও নিরাপদে’ আছেন।
উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় অব্যহতভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়াল লোপেজ ওবরাডর বলেন, হাসপাতালে মৃত্যুর ঘটনায় তিনি ‘গভীরভাবে শোকাহত’।
ভিডিও ফুটেজে দেখা গেছে, নগরীর প্রধান সড়ক দিয়ে প্রবল বেড়ে বয়ে যাচ্ছে বন্যার পানির স্রোত। এতে কচুরি পানার মতো ভেসে যাচ্ছে গাড়ি ও আসবাব।