ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বেনজামা ও ভিনিসিয়ুসের গোলে নাটকীয় জয় রিয়ালের

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৪৮:৪১ অপরাহ্ন, সোমাবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • / 98
রিয়াল মাদ্রিদ তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ২-১ গোলে ভ্যালেন্সিয়াকে পরাজিত করে লা লিগার পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে উঠেছে। ভিনিসিয়ুস জুনিয়র এবং করিম বেনজামার শেষ দিকে করা গোলের সাহায্যে তারা রবিবার পরাজিত করেছে ভ্যালেন্সিয়াকে। রিয়ালের আক্রমণভাগের দুই খেলোয়াড় বেনজামা এবং ভিনিসিয়ুস তাদের দুরন্ত পারফরমেন্স অব্যাহত রেখেছেন এ দিনও।

ভিনিসিয়ুস ৮৬ মিনিটে গোল করে সমতা ফেরানোর দুই মিনিট পর বেনজামাকে সুযোগ সৃষ্টি করে দিয়ে দলকে এনে দেন নাটকীয় জয়। এ জয়ের ফলে ৫ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ১৩ পয়েন্ট। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার তার অ্যাটলেটিক বিলবাওয়ের সাথে গোলশূন্য ড্র করেছে।

ম্যাচ শেষে ভিনিসিয়ুস বলেন, ‘ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে খেলা সব সময়ই কঠিন। তারা প্রথমে গোল করায় তা আরও বেশী কঠিন হয়ে যায়। বলতে গেলে কোন কিছুই আমাদের পক্ষে যাচ্ছিল না। তার পরেও আমরা চেষ্টা অব্যাহত রাখায় শেষ পর্যন্ত জিততে পেরেছি।’ লিগে এ পর্যন্ত খেলা ৫ ম্যাচে রিয়াল গোল করেছে ১৫টি, এর মধ্যে বেনজামা ও ভিনিসিয়ুস মিলে করেছেন ১১টি।

লুকাস ভাজকেজের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ভ্যালেন্সিয়াকে ৬৬ মিনিটে এগিয়ে দেন হুগো ডুরো। ডিফেন্ডার দানি কারভাহল আহত হলে তার জায়গায় খেলতে নামানো হয় ভাজকেজকে। ভ্যালেন্সিয়ার কোচ জোসে বোরডালাস বলেন, ‘আমরা প্রথম ৮০ মিনিট দারুন খেলেছি। শেষ দশ মিনিটে আমরা দুটি গোল হজম করেছি যা খুবই লজ্জার।’

ভিনিসিয়ুসের শট একজন ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। ভিনিসিয়ুসের ক্রসে মাথা লাগিয়ে জয়সূচক গোলটি করেন বেনজামা। তার এ গোলে নিস্তব্ধ হয়ে যায় মেটসালার দর্শকরা। ম্যাচের বেশীরভাগ সময় দাপটের সাথে খেলা ভ্যালেন্সিয়ার হার তারা মানতে পারছিল না।

ভ্যালেন্সিয়া নিজেদের মাঠে শেষ দুটি ম্যাচেই জয়ী হয়েছিল। অপর দিকে রিয়াল টানা তিন ম্যাচ জেতার পর খেলতে নেমেছিল এ ম্যাচ। ইনজুরির কারণে রিয়ালের কোচ এ ম্যাচে পাননি গ্যারেথ বেল, টনি ক্রুস ও মার্সেলোকে। তার পরেও শেষ দিকে দারুন খেলে তিন পয়েন্ট ছিনিয়ে নেয় কার্লো অ্যানচেলোত্তির দল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেনজামা ও ভিনিসিয়ুসের গোলে নাটকীয় জয় রিয়ালের

আপডেট : ১২:৪৮:৪১ অপরাহ্ন, সোমাবার, ২০ সেপ্টেম্বর ২০২১
রিয়াল মাদ্রিদ তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ২-১ গোলে ভ্যালেন্সিয়াকে পরাজিত করে লা লিগার পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে উঠেছে। ভিনিসিয়ুস জুনিয়র এবং করিম বেনজামার শেষ দিকে করা গোলের সাহায্যে তারা রবিবার পরাজিত করেছে ভ্যালেন্সিয়াকে। রিয়ালের আক্রমণভাগের দুই খেলোয়াড় বেনজামা এবং ভিনিসিয়ুস তাদের দুরন্ত পারফরমেন্স অব্যাহত রেখেছেন এ দিনও।

ভিনিসিয়ুস ৮৬ মিনিটে গোল করে সমতা ফেরানোর দুই মিনিট পর বেনজামাকে সুযোগ সৃষ্টি করে দিয়ে দলকে এনে দেন নাটকীয় জয়। এ জয়ের ফলে ৫ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ১৩ পয়েন্ট। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার তার অ্যাটলেটিক বিলবাওয়ের সাথে গোলশূন্য ড্র করেছে।

ম্যাচ শেষে ভিনিসিয়ুস বলেন, ‘ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে খেলা সব সময়ই কঠিন। তারা প্রথমে গোল করায় তা আরও বেশী কঠিন হয়ে যায়। বলতে গেলে কোন কিছুই আমাদের পক্ষে যাচ্ছিল না। তার পরেও আমরা চেষ্টা অব্যাহত রাখায় শেষ পর্যন্ত জিততে পেরেছি।’ লিগে এ পর্যন্ত খেলা ৫ ম্যাচে রিয়াল গোল করেছে ১৫টি, এর মধ্যে বেনজামা ও ভিনিসিয়ুস মিলে করেছেন ১১টি।

লুকাস ভাজকেজের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ভ্যালেন্সিয়াকে ৬৬ মিনিটে এগিয়ে দেন হুগো ডুরো। ডিফেন্ডার দানি কারভাহল আহত হলে তার জায়গায় খেলতে নামানো হয় ভাজকেজকে। ভ্যালেন্সিয়ার কোচ জোসে বোরডালাস বলেন, ‘আমরা প্রথম ৮০ মিনিট দারুন খেলেছি। শেষ দশ মিনিটে আমরা দুটি গোল হজম করেছি যা খুবই লজ্জার।’

ভিনিসিয়ুসের শট একজন ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। ভিনিসিয়ুসের ক্রসে মাথা লাগিয়ে জয়সূচক গোলটি করেন বেনজামা। তার এ গোলে নিস্তব্ধ হয়ে যায় মেটসালার দর্শকরা। ম্যাচের বেশীরভাগ সময় দাপটের সাথে খেলা ভ্যালেন্সিয়ার হার তারা মানতে পারছিল না।

ভ্যালেন্সিয়া নিজেদের মাঠে শেষ দুটি ম্যাচেই জয়ী হয়েছিল। অপর দিকে রিয়াল টানা তিন ম্যাচ জেতার পর খেলতে নেমেছিল এ ম্যাচ। ইনজুরির কারণে রিয়ালের কোচ এ ম্যাচে পাননি গ্যারেথ বেল, টনি ক্রুস ও মার্সেলোকে। তার পরেও শেষ দিকে দারুন খেলে তিন পয়েন্ট ছিনিয়ে নেয় কার্লো অ্যানচেলোত্তির দল।