রাজধানীতে তিন মাদক কারবারি আটক
- আপডেট : ০২:২০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / 192
বৃহস্পতিবার র্যাবের গণমাধ্যম শাখার পাঠানো এক সংবাদ বিবৃতিতে এখবর জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, র্যাবের নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতায় বুধবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া জিয়াসমিন সুপার মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৪৪ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম মো. রানা (২৭) ও মো. সজিব হোসেন (২৩)। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক, ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই দিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টা পর্যন্ত র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন বড়গ্রাম বাজার তিন রাস্তার মোড় এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রমজান আলী বাবু (৩৪) বলে জানা যায়।
এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জ ও কামরাঙ্গীরচরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।