মেঘনায় রক্তসেবা সামাজিক সংগঠনের যাত্রা শুরু
- আপডেট : ০৬:৩৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / 841
::নিজস্ব প্রতিবেদক::
সম্প্রতি রাজিব হোসেন রানা ও নুরুল আমীন গাজীর এর তত্বাবধানে মেঘনায় রক্তসেবা সংগঠন নামের একটি সামাজিক সেবামূলক সংগঠন যাত্রা শুরু করে। ইহা একটি অরাজনৈতিক সেবামূলক সামাজিক সংগঠন। এখানে প্রতিটা স্বেচ্ছাসেবী সদস্যগণ স্বেচ্ছায় তাদের মেধা,শ্রম,অর্থ সময় ব্যয় করে মানবের কল্যাণে কাজ করেন। ইতিমধ্যে গত একবছরে এই সংগঠনের সদস্যগণ ২৭৯ ব্যাগ দিতে সক্ষম হয়েছে। মেঘনার বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণেয় ক্যাম্পিইন করেছেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজিব হোসেন রানা বললেন আমরা মেঘনা তথা সারা বাংলাদেশের যে কোন মানুষকে রক্তদান করতে সর্বদা প্রস্তুত। আমাদের সংগঠনে মূল উদ্দেশ্য হলো মানবের তরে কাজ করা। ভবিষ্যতে আমরা এই সংগঠনে আদলে নানা সামাজিক সেবামূলক কার্যক্রমে ব্যাপক ভূমিকা পালন করতে চাই, যেমন, মাদক বিরোধী কার্যকর্ম, বাল্যবিবাহকে না বলা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযান ইত্যাদি।
তিনি আরও বলেন, আগামী ১৯জুন রোজ শনিবার সকাল ৯ঘটিকায় মেঘনা উপজেলা অডিটোরিয়াম হলে মেঘনায় রক্ত সেবা সংগঠন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে। ইতিপূর্বে আমরা মেঘনায় রক্ত সেবা সংগঠন এর সকল সেচ্ছাসেবী নিজেদে অর্থ মেধা শ্রম ও সময় ব্যয় করে মানবের কল্যাণে কাজ করে আসছি। ভবিষ্যতেও এমন সেবামূলক কাজ চালিয়ে যেতে চাই, সেই লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে মেঘনার সকল সচেতন সু নাগরিকদের উপস্থিত থেকে সামাজিক কার্যকর্ম আরও তরান্বিত করতে উৎসাহীত করার আহ্বান করছি।